Jadavpur University: খাতা না দেখে দেদার নম্বর দেওয়ার অভিযোগ! ফের বিতর্কে যাদবপুর…
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার আর ব়্যাগিং নয়, কাঠগড়ায় অধ্যাপক। পরীক্ষার খাতায় বেনিয়মের অভিযোগ। জানা গিয়েছে, খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ। সাংবাদিকতা বিভাগে এই অভিযোগ ওঠে। খাতা রিভিউ করার সময়ে এই ঘটনা সামনে আসে বলে জানা গিয়েছে। যদিও যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি গোটা বিষয়টা অস্বীকার করেছেন।
জানা গিয়েছে, সেকেন্ড সেমিস্টারের পড়ুয়াদের খাতার নম্বর নিয়ে ক্ষোভ ছিল। এই ক্ষোভের পরই পড়ুয়ারা অভিযোগ করতে থাকে যে, খাতা ঠিকভাবে দেখা হয়নি। তাই পরীক্ষার খাতা রিভিউ করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, রিভিউ করতে গেলে বাইরে থেকে শিক্ষক এনে সেটি করতে হবে। রিভিউ করার সময় দেখা যায়, একটা-দুটো নয় ৫০টি খাতায় নম্বরের গরমিল রয়েছে। আরও জানা যায়, খাতা চেক করার সময় যিনি খাতা দেখছেন তার সই থাকতে হয়। এবং প্রত্যেক পড়ুয়া কত নম্বর পেয়েছে সেটাও লিখতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই ধরণের কোনও কিছু খাতায় উল্লেখ নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে। সোমবার দীর্ঘক্ষণ তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করেন বলে জানা গিয়েছে।
পড়ুয়ারা অভিযোগ তোলে যে, কীভাবে একজন অধ্যাপক এতগুলি খাতা না দেখে নম্বর দিতে পারেন। যদিও অন্যদিকে, যে বিভাগীয় অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন যে, খাতা দেখেই নম্বর দেওয়া হয়েছে। এবং তিনি সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন:Mamata Banerjee: আদিবাসী এলাকায় হোম স্টে তৈরি করছে বাইরের লোকজন, কী সমাধান সূত্র দিলেন মুখ্যমন্ত্রী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)