NOW READING:
Puja Banerjee: আসল কালপ্রিট পূজা-কুণালই! প্রযোজককে অপহরণ, টাকা আদায়, স্ত্রীর অভিযোগে তোলপাড়…
June 15, 2025

Puja Banerjee: আসল কালপ্রিট পূজা-কুণালই! প্রযোজককে অপহরণ, টাকা আদায়, স্ত্রীর অভিযোগে তোলপাড়…

Puja Banerjee: আসল কালপ্রিট পূজা-কুণালই! প্রযোজককে অপহরণ, টাকা আদায়, স্ত্রীর অভিযোগে তোলপাড়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই জানা গিয়েছিল, আর্থিক প্রতারণার জালে জড়িয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়(Puja Banerjee)। সর্বস্ব অর্থপুঁজি হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছেন পূজা এবং তাঁর স্বামী কুণাল ভর্মা(Kunal Verma)। তারকা দম্পতি নিজেই জানিয়েছিলেন একথা। তারা আরও জানিয়েছিলেন যে সব কিছু নতুন করে শুরু করতে হবে তাঁদের। 

এবার পূজা-কুণালের বিরুদ্ধেই উঠল পালটা অভিযোগ। তারকা দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রযোজক শ্য়ামসুন্দর দে-এর স্ত্রী মালবিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন। নেটপাড়ায় প্রকাশ্যে জানিয়েছেন, গোয়াতে তাঁর স্বামী শ্যামসুন্দরকে অপহরণ করেছিলেন পূজা ও কুণাল। টাকা আদায়ের জন্য শ্যামসুন্দরকে মারধর পর্যন্ত করে তাঁরা। কীভাবে তাঁকে অপহরণ করা হয় তার বিবরণ মালবিকা লেখেন। বর্তমানে শ্যামসুন্দরকে গোয়া পুলিস নিরাপদে উদ্ধার করেছে।

আরও পড়ুন:Ahmedabad Plane Crash: AI171 ভেঙে পড়ার প্রথম ভিডিয়ো! যে-ছবি তুলে এখন আতঙ্কে সতেরোর কিশোর, আর কোনও দিনই প্লেনে উঠবে না সে…

মালবিকা ওই পোস্টের ক্যাপশনের শুরুতেই লেখেন, ‘নির্যাতন, অপহরণ ও প্রাণনাশের হুমকি – জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী ও কুনাল বর্মার দ্বারা সংঘটিত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভগ্নহৃদয়ে আজ আমি একটি মর্মান্তিক ঘটনার কথা শেয়ার করছি—এমন ঘটনা কোনো পরিবারকেই যেন কখনোই সম্মুখীন না হতে হয়।’

আরও পড়ুন:Ahmedabad Plane Crash: ওড়ার ১৭ সেকেন্ডেই…কী ঘটে? CCTV ফুটেজে ধরা পড়েছে অভিশপ্ত উড়ানের ভয়ংকর ছবি

প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেত্রী পূজা এবং কুণাল সোশ্যাল মিডিয়ায় এসে তাদের অর্থকষ্টের কথা শেয়ার করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, বিগত ২-৩ মাস ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে। এরপরে কী করবেন কোনও কিছু সম্পর্কেই তাঁদের কোনও ধারণা নেই। কিন্তু হাল ছেড়ে দিতে একেবারেই নারাজ পূজা ও কুণাল। মনের জোর রেখে আবারও সবকিছু নতুন করে শুরু করবেন তাঁরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link