NOW READING:
WATCH | Maha Kumbh Stampede: ‘এই সমস্ত ছোট ঘটনা!’ কুম্ভে মৃত্যুমিছিলের পর বিস্ফোরক মন্তব্য যোগী সরকারের মন্ত্রীর…
January 30, 2025

WATCH | Maha Kumbh Stampede: ‘এই সমস্ত ছোট ঘটনা!’ কুম্ভে মৃত্যুমিছিলের পর বিস্ফোরক মন্তব্য যোগী সরকারের মন্ত্রীর…

WATCH | Maha Kumbh Stampede: ‘এই সমস্ত ছোট ঘটনা!’ কুম্ভে মৃত্যুমিছিলের পর বিস্ফোরক মন্তব্য যোগী সরকারের মন্ত্রীর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন পূণ্যার্থীর। আহত হয়েছেন বহু পুণ্যার্থী। মৃতদের মধ্যে ২৫ জনকেই শনাক্ত করা গিয়েছে। বলা বাহুল্য, মানুষের ভিড় যেখানে সেখানেই বহু বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে। এবারেও তাই ঘটল, কুম্ভমেলায় মৃত্যু ঘটল বহু মানুষের। পরিস্থিতি মোকাবিলায় আপাতত শাহি স্নান বন্ধ। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্য়ক পুলিস।

এই মত পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন যোগীর মন্ত্রী সঞ্জয় নিষাদ (UP Minister Sanjay Nishad)। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘যখন এত বড় আয়োজন করা হয়। সেখানে এমন ছোটখাটো ঘটনা ঘটে যায়।’ সঞ্জয় নিষাদ বাকিদের মতন নিজের দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তারপরেই বিস্ফোরক মন্তব্য করে বসেন। একই সঙ্গে তিনি আশাবাদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা বিষয়টি নিজের পর্যবেক্ষণে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হচ্ছে সবকিছুই। 

যদিও এই মৃত্যুমিছিল প্রথম না। ১৯৫৪ সাল! স্বাধীনতার পরে প্রথম কুম্ভ। সেটিও ছিল প্রয়াগরাজ (সেই সময়ে এলাহাবাদে) সেখানে ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা। দিনটি ছিল ৩ ফেব্রুয়ারি, সেই মৌনী অমাবস্যা। নদীর জলে ডুবে এবং পদপিষ্ট হয়ে সেবার প্রাণ হারিয়েছিলেন প্রায় ৮০০ মানুষ! ১৯৮৬ সালেও ঘটেছিল দুর্ঘটনা! স্থান হরিদ্বার। ২০০ মানুষের মৃত্যু ঘটেছিল। এবার ২০০৩ সাল!ঠেলাঠেলিতে অন্তত ৩৯ জনের মৃত্যু, ১০০ জন আহত হয়েছিলেন।  এর ১০ বছর পরে, ২০১৩ সালে রেলব্রিজ ভেঙে পড়ে মৃত্যু ঘটেছিল ৪২ জনের, ৪৫ জন আহত হয়েছিলেন।  আর তার পরেই এই ২০২৫ সাল! প্রায় একযুগ পরে ফের মেলাচত্বরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। রাত দুটোর সময়ে ব্যারিকেড ভেঙে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি। 

বর্তমানে, নতুন নিয়ম জারি করেছে যোগী সরকার। বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। গোটা কুম্ভমেলা এলাকাকে নো-ভেহিকল জোন ঘোষণা করা হল। অর্থাত্‍ কোনও গাড়ি ঢুকতে পারবে না।  স্পষ্ট করা হয়েছে, বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলাপ্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। রাস্তাগুলি একমুখী করা হয়েছে – ভক্তদের সহজে চলাচলের জন্য একমুখী সড়ক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।  যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা – প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলার সীমান্তে বন্ধ করা হচ্ছে। ফেব্রুয়ারি পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা – শহরে চার চাকার প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন: বাতিল VVIP পাস, প্রবেশ নিষেধ সব ধরনের গাড়ির! কুম্ভে মৃত্যুমিছিলের পর যোগীর নিদান….

প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুও আহত হওয়ার পরে মেলাপ্রাঙ্গনের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় দুর্ঘটনার পরেও বন্ধ থাকেনি ‘শাহি স্নান’। তদারকির জন্য পাঁচজন বিশেষ সচিব পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। এছাড়া আরও ভাল ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য এসপি পর্যায়ের কর্মকর্তাদের মোতায়েন করা হবে। মেলাপ্রাঙ্গণের বিভিন্ন জায়গায় খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখা থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link