মাত্র ৭০ মিটার দূরে প্যাসেঞ্জার ট্রেন, সন্তানদের নিয়ে লাইনের উপর দাঁড়িয়ে মা হাতি..
<p><strong>আলিপুরদুয়ার:</strong> রেলের লোকো-পাইলটদ্বয়ের তৎপরতায় হাতির দলের সাথে সংঘর্ষ এড়াল প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের হাসিমারা-মাদারিহাট স্টেশনের মাঝে।</p>
<p>জানা গিয়েছে, রেলের কিমি ১৩০/৩ স্থানে জলদাপাড়া জাতীয় উদ্যান ভেদ করে যাওয়া ডাউন ধুবড়ি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, ট্রেনের লোকো পাইলটদ্বয় লক্ষ্য করেন ইঞ্জিন থেকে পায় ৭০ মিটার দূরে ট্র‍্যাকের পাশেই রয়েছে হাতির দল। তৎক্ষনাৎ ইঞ্জিনের ব্রেক কষে দাড় করিয়ে দিতে সক্ষম হন তারা।</p>
<p>এরপরেই দেখা যায়, ট্র‍্যাকের বাপাশে থাকা পূর্ণ বয়ষ্ক একটি স্ত্রী হাতি ও তার দুই শাবককে নিয়ে উঠে আসে ট্র‍্যাকে। তারপরে একে একে ট্র‍্যাকে উঠে আসে দলের বাকি হাতিরাও । প্রায় সাড়ে ৩ মিনিট রেল ট্র‍্যাকের উপর রাজত্ব চালিয়ে ধীরে ধীরে তাঁরা ট্র‍্যাক পেরিয়ে ডান পাশের জঙ্গলে প্রবেশ করলে স্বাভাবিক হয় ট্রেন যাত্রা।</p>
<p>অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কখনও আহত হয়েছে, কখনও মৃত্যু হয়েছে হাতির। একুশ সালে আলিপুরদুয়ারে হঠাৎ রেললাইনে এভাবেই দেখতে পাওয়া গিয়েছিল হাতিকে। সেবারও চালকের তৎপরতায় রক্ষা হয়। নাগরাকাটা থেকে চালসা যাওয়ার পথে বাচ্চা-সহ রেললাইনে চলে আসে দুটি পূর্ণবয়স্ক হাতি। দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন চালক। হাতি নিরাপদে রেললাইন পেরনোর পর ফের ট্রেন ছাড়েন চালক।</p>
<p> ডুয়ার্সের সেবক-গুলমা লাইনে একই কাণ্ড ঘটে। দুরন্ত গতিতে ছুটে আসা শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে চলে আসে একটি হাতি। তবে সে বারও ট্রেনচালকের তৎপরতার মর্মান্তিক পরিণতি এড়ানো গিয়েছিল। দ্রুত ব্রেক কষে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেছিলেন চালক ও সহকারী চালক। বড়সড় বিপদের হাত থেকে বেঁচেছিলেন যাত্রীরাও। পাহাড়ে এমন অভিজ্ঞতা রয়েছে আরও।</p>
<p> আরও পড়ুন, <a title="ভয় কেটে গিয়েছে, জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে : মিঠুন চক্রবর্তী" href="https://bengali.abplive.com/district/rg-kar-case-mithun-chakraborty-gives-reaction-on-justice-for-rg-kar-1094779" target="_self">ভয় কেটে গিয়েছে, জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে : মিঠুন চক্রবর্তী</a></p>
<p>ডুয়ার্সের চালসা-নাগরাকাটা রেললাইনও এই ঘটনার সাক্ষী। লাইনে পিলারের কাছে হাতি পারাপারের সময় চলে আসে ট্রেন। রেল সূত্রে খবর, লাইনে যে হাতি থাকতে পারে সে কথা বেশ কিছুটা আগেই টের পেয়েছিলেন চালক । তাঁর এবং সহকারী চালকের তৎপরতায় প্রাণ বাঁচে প্রাণীটির। কিছু ঘটার আগেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালক ও সহকারী চালক। হাতিটি লাইন পেরিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলে এগিয়ে যায় ট্রেন। </p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1726138087416000&usg=AOvVaw13jrNbeHG4SFW16_rQQsYs">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link