অরিন্দম সেন, আলিপুরদুয়ার: গণ্ডার সুমারিতে এক-শৃঙ্গ গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পেল জলদাপাড়া জাতীয় উদ্যানে (Jaldapara Rhino Census)। ৩৯টি থেকে বেড়ে জলদাপাড়ায় মোট এক-শৃঙ্গ গণ্ডারের সংখ্যা দাঁড়াল ৩৩১টি। খুশি জলদাপাড়া কর্তৃপক্ষ। চোরাশিকারি বন্ধ করতে সক্ষম হওয়ায় এই সাফল্য বলে দাবি জলদাপাড়ার DFO পারভীন কাসওয়ানের।
এক-শৃঙ্গ গণ্ডারের সংখ্যা বৃদ্ধি: চলতি মাসের ৩ মার্চ থেকে ৬-ই মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন গন্ডার আবাসস্থলের পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানেও হয়েছিল এক শৃঙ্গ গন্ডার সুমারি। বনকর্মী ও এনজিও সদস্যের মোট প্রায় ৪০০ জন্য সদস্য ১৯৩টি দলে বিভক্ত হয়ে করেছিল এই সুমারির কাজ। জানা যায় “টোটাল কাউন্ট ম্যাথোড” অনুসরণ করা চলছে এই সুমারি। অর্থাৎ প্রত্যেকটি গন্ডারকে আলাদা আলাদা চিহ্নিত করে তার অবস্থান, বয়স, লিঙ্গ নির্ধারণ করে জিপিএস পদ্ধতি ব্যাবহার করা হয়েছে। জলদাপাড়া বনাঞ্চলকে ৬৫টি ব্লকে বিভক্ত করে হাঁটা পথে, কুনকি হাতির সাহা্য্য নিয়ে, ড্রোন ব্যাবহারে হয়েছিল এই গণনা।
জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা গত কয়েক দশক ধরেই বৃদ্ধি পেয়ে এসেছে। সেই প্রবণতার ধারাবাহিকতা এবারেও লক্ষ পাওয়া গেছে বলে বন দফতরের দাবি। বন দফতর সূত্রে খবর, ১৯৮৫ সালে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা ছিল ১৪টা। সেই সংখ্যা ২০২২ সালে ছিল ২৯২টি। এবার সেই সংখ্যার সাথে আরো ৩৯ টি যুক্ত হওয়ায় সংখ্যা দাঁড়ায় ৩৩১ টি। যার মধ্যে প্রায় ৬১ টি শাবক রয়েছে বলে জানিয়েছএ বন দফতর। পাশাপাশি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত গন্ডার জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার প্রায় ৪.২৭ শতাংশ। যা পৃথিবীর যে কোনও আবাসস্থলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন জলদাপাড়া কর্তৃপক্ষ।
তবে এই সফলতার পেছনে চোরাশিকারি বন্ধ করতে সক্ষম হওয়াকেই গুরুত্ব দিচ্ছেন জলদাপাড়ার DFO পারভীন কাসওয়ান। স্থানীয় মানুষ, স্ট্যাগ-হোল্ডার এবং নিচু তলার কর্মীদের পরিশ্রম অত্যন্ত সাহা্য্য করেছে বলে মনে করেন তিনি। পাশাপাশি চোরাশিকারিদের চিহ্নিত করে তাদের উপর নজরদারির চালানো হয়েছে। গত এক বছরে আইনের মাধ্যমে প্রায় ১৯টি চোরাশিকারির ঘটনার শাস্তি দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন জলদাপাড়ার DFO।
আরও দেখুন