# Tags
#Blog

গার্লস স্কুলের দেওয়াল ভাঙল দুই দাঁতাল ! এই হাতি কোথা থেকে এল শহরে? আতঙ্কে ফালাকাটার বাসিন্দারা

গার্লস স্কুলের দেওয়াল ভাঙল দুই দাঁতাল ! এই হাতি কোথা থেকে এল শহরে? আতঙ্কে ফালাকাটার বাসিন্দারা
Listen to this article



<p><strong>অরিন্দম সেন, আলিপুরদুয়ার: </strong>জঙ্গল থেকে গ্রাম পেড়িয়ে ফালাকাটা শহরেই দুটি হাতির তাণ্ডব। আতঙ্কে ফালাকাটাবাসি। &nbsp;সুভাষপল্লি এলাকার একটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকা হাতি দুটিকে জঙ্গলে ফিরিয়ে নিতে আনা হয়েছে জলদাপাড়ার দুটি কুনকি হাতি।&nbsp;</p>
<p>জানা যায়, সাত সকালে দুটি দলছুট হাতি দুটি প্রবেশ করে ফালাকাটা শহরে। এই হাতি কোথা থেকে এল শহরে ? তা নিয়ে এখন শহরের চলছে জোর আলোচনা। জানা গিয়েছে, প্রথমে ফালাকাটার গার্লস হাইস্কুলের দেওয়াল ভেঙে দেয়। ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে। এরপর সেখান থেকে সুভাষপল্লীর একটি ঝোপের মধ্যে বহুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে হাতি দুটি। বনকর্মীদের পাশাপাশি হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে আনা হয়েছে দুটি কুনকি হাতিকেও।</p>
<p>খাবারের খোঁজে অনেকসময়ই হাতির দল লোকালয়ে নেমে আসে। কখনও খাবার পায়, কখনও আবার চাষের জমিতে হামলা চালায়। কখনও আবার হাতি নিজেরাই ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার মুখোমুখি হয়। তবে এবার ঘুমের ঘোরে আর দাঁতালের মুখোমুখি হতে হবে না। বাঁকুড়া উত্তর বর্ণ বিভাগের বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জের উদ্যোগে এক বিশেষ কৌশল নেওয়া হয়েছে বুনো হাতিদের জন্য।&nbsp;</p>
<p>প্রসঙ্গত বাঁকুড়ার উত্তর বনবিভাগ এলাকার বড়জোড়া রেঞ্জ ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় হাতি করিডোর করা হয়। বা বেলিয়াতোড় জঙ্গল যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেগুলি হাতি প্রবণ এলাকা। বিভিন্ন সময় দেখা যায় জঙ্গলের মধ্যে খাবার না পেয়ে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানে এবং তার ফলে মানুষের বহু ক্ষতি হয়। গত বছর এই সাধারণ মানুষদের কথা ভেবে এবং বনের মধ্যেই হাতিদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয় বাঁকুড়া উত্তর বনবিভাগের বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে।</p>
<p>আরও পড়ুন, <a title="মালদায় TMC নেতা ‘খুনে’ নিরাপত্তা বাড়ল রাজ্যের মন্ত্রীর, আতঙ্কে শাসকদলের নেতা-নেত্রীরা !" href="https://bengali.abplive.com/district/malda/malda-tmc-leader-murder-case-security-increases-of-bengal-minister-tajmul-hossain-1114782" target="_self">মালদায় TMC নেতা ‘খুনে’ নিরাপত্তা বাড়ল রাজ্যের মন্ত্রীর, আতঙ্কে শাসকদলের নেতা-নেত্রীরা !</a>&nbsp;</p>
<p>গতবছর উত্তরবঙ্গ থেকে বিশেষ ঘাস এনে লাগানো হয় জঙ্গল এলাকায়। এবং হাতিদের প্রিয় খাবার ও খাবার যোগ্য যে সমস্ত দেশি ফলের গাছ ছিল যেমন কলা, কাঁঠাল, ইত্যাদি গাছ লাগানো হচ্ছে বেলিয়াতোড় রেঞ্জের জঙ্গলে। এতে খুশি সাধারণ মানুষ। ধনীপাড়া গ্রামের গৌতম কারক নামের এক বাসিন্দা বলেছিলেন বনদফতরের পক্ষ থেকে যে গাছ লাগানো হচ্ছে এতে হাতি জঙ্গলের মধ্যেই খাবার পেয়ে যাবে আশা করছি আমাদের গ্রামে হাতি আর আসবে না।</p>
<p>&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal