NOW READING:
ব্রাউন সুগার কিনতে গিয়ে হাতেনাতে পাকড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী
March 11, 2025

ব্রাউন সুগার কিনতে গিয়ে হাতেনাতে পাকড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী

ব্রাউন সুগার কিনতে গিয়ে হাতেনাতে পাকড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী
Listen to this article



<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: আলিপুরদুয়ারে মাদক কিনতে গিয়ে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত বিষ্ণু রায় তৃণমূলের মাঝের ডাবড়ি অঞ্চলের সভাপতি। ব্রাউন সুগার কিনতে গিয়ে হাতেনাতে পাকড়াও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। ধৃত বিষ্ণু রায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কর্মী। গ্রেফতার মাদক পাচারকারী, উদ্ধার ৫২ গ্রাম ব্রাউন সুগার। মাদকাসক্তির কথাস্বীকার করলেও বেচাকেনার অভিযোগ অস্বীকার ধৃত শাসক নেতার।&nbsp;</span></p>
<p>&nbsp;</p>
<p><strong><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন</span></strong></p>
<p>ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?&nbsp;</p>
<p>চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।”</p>



Source link