জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেহকে কিডন্যাপ করতে এসেই দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতি হয়েছিল সইফ আলি খানের (Saif Ali Khan Attacked)। আর সেই ঘটনায় প্রায় মৃত্যুর হাত থেকে কোনওরকমে রক্ষা পান অভিনেতা। এবার সেই নিরাপত্তার খাতিরেই মেয়ে রাহা কাপুরের (Raha Kapoor) মুখ আর সোশ্যাল মিডিয়ায় না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুর (Ranbir Kapoor)। আচমকাই শনিবার দেখা যায় যে তিনি ইনস্টাগ্রামে রাহার পোস্ট করা সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন, কেবল এমন ছবি ছাড়া যেগুলিতে তার মুখ দেখা যায় না, সেগুলোও মুছে ফেলেছেন তিনি।
আরও পড়ুন- Priyanka Chopra: ‘প্রিয়াঙ্কা জীবনে একজনের সঙ্গেই যেচে সম্পর্ক ছিন্ন করেছে’, মায়ের তোপে কি কিং খান?
আলিয়ার প্রোফাইল স্ক্রল করলে এখন রাহার কোনও ছবি দেখা যাচ্ছে না। এমনকী পরিবারের প্যারিস ভ্রমণের ছবিও সরিয়ে ফেলা হয়েছে। রাহা আলিয়ার নববর্ষের দিনের ছবির অ্যালবামে একটি ছবি রয়েছে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না।
রেডডিট ব্যবহারকারীরা এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এক ব্যক্তি লেখেন, “এখানে তাকে ১০০% সমর্থন করি। কখনও আলিয়ার ভক্ত নই। বেশিরভাগ সমালোচক, হা হা। কিন্তু ইন্টারনেটে অনেক ভণ্ড এবং অদ্ভুত লোক রয়েছে। একজন অভিভাবক হিসেবে – প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তিনি যা-ই মনে করেন না কেন – তার এটা করা উচিত,”। আরেকজন লেখেন, “সত্যি বলতে, এটি একটি ভালো সিদ্ধান্ত এবং এখন আমি আশা করি মা-বাবারা এটি বুঝতে পারবেন এবং সর্বদা তাঁদের বিরক্ত করা বন্ধ করবেন, বাচ্চাদের গোপনীয়তা এবং পিতামাতার সিদ্ধান্তকে সম্মান করবেন,”।
অনেকেই মনে করেন, ‘সইফ-জেহের ঘটনা তাদের উপর প্রভাব ফেলেছে। তারা পাপারাজ্জিদেরও জানিয়েছে যে এখন থেকে রাহার ছবি তোলা বন্ধ করতে। তাদের জন্য ভালো।’ জানুয়ারিতে, অভিনেতা সইফ আলি খান তাঁর ছেলে জেহকে একজন অনুপ্রবেশকারীর হাত থেকে বাঁচাতে গিয়ে তাঁর বাড়িতে আক্রমণের শিকার হন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সম্প্রতি, একটি পাপারাজ্জি ভিডিওতে দেখা গেছে যে আলিয়া মিডিয়ার কাছে গিয়ে তাঁদের ক্যামেরা বন্ধ করতে বলছেন কারণ তিনি তাঁদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি তাঁদের সঙ্গে কী কথা বলেছেন তা জানা যায়নি। ভক্তরা অনুমান করছেন যে তিনি হয়তো তাঁদের রাহার ছবি আর না তুলতে বলেছিলেন।
আরও পড়ুন- Shreya Ghoshal: সাইবার দুষ্কৃতীদের জালে ১৬ দিন আটক শ্রেয়া! শত আবেদনেও…
এছাড়াও, সাম্প্রতিক একটি ঘটনার পর, রণবীরের ভাগ্নী সামাইরাকে সোশ্যাল মিডিয়ায় অভদ্র এবং খারাপ আচরণের অভিযোগ করা হয়েছিল কারণ তিনি তাঁর দিদা নীতু কাপুরকে ফ্রেম থেকে বের করে দিয়েছিলেন। তাঁর মা ঋদ্ধিমা স্পষ্ট করে বলেছেন যে এর কোনওটিই সত্য নয়।
প্রসঙ্গত, ২০২২ সালে আলিয়া ও রণবীরের প্রথম কন্যা সন্তান রাহা জন্মগ্রহণ করে। ২০২৩ সালে ক্রিসমাসে প্রথম তাঁকে প্রকাশ্যে আনা হয়। মেয়ের ছবি প্রকাশ্যে আনা নিয়ে নাকি বেশ টানাপোড়েন ছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরের মধ্যে। রণবীর চাইতেন না রাহার মুখ প্রকাশ্যে আসুক, তবে আলিয়ার জেদেই এই সিদ্ধান্ত নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে রাহা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)