জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রক্তাক্ত মণিপুর। জিরিবাম জেলায় সিআরপিফের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১১ কুকি জঙ্গি। জিরিবামে কী অবস্থা তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।
আরও পড়ুন-কলিঙ্গভূমে থামল বিজয়রথ! ওড়িশার বিরুদ্ধে ড্র মোহনবাগানের..
সোমবার অসম-মণিপুর সীমান্তে একটি থানায় দুদিন থেকে হামলা চালায় কুকি জঙ্গিরা। ওই থানার পাশেই ছিল একটি রিলিফ ক্যাম্প। অনুমান করা হচ্ছে ওই ক্যাম্পটিও ছিল জঙ্গিদের নিশানায়।
ওই থানায় হামলার পর কুকি জঙ্গিরা থানা থেকে এক কিলোমিটার দূরে জাকুরাডোর কারংয়ে হামলা চালায়। সেখানে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখনই ছুটে আসে সিআরপিএফ। শুরু হয়ে যায় গুলির লড়াই।
গত সপ্তাহ থেকেই উত্তেজনা বাড়ছে জিরিবামে। গত বৃহস্পতিবার হামার উপজাতির এক মহিলা খুন হন মেইতেই উপজাতির হাতে। ওই মহিলার স্বামীর অভিযোগ খুনের আগে ধর্ষণও করা হয় তাকে।
উল্লেখ্য, এখন ধান কাটার মরশুম চলছে। চাষীরা জমিতে যেতে বাধ্য হচ্ছেন। এরকম এক পরিস্থিতিতে আজ সকালে ইম্ফল পূর্ব জেলায় গুলি চালাতে শুরু করে কুকি জঙ্গিরা। প্রায় ৪০ মিনিট ধরে তারা গুলি চালায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)