<p>ABP Ananda live: বিত্তবান চাই না, বিবেকবান চাই, নেতা-কর্মীদের বার্তা মমতার, ‘যত জিতব, তত আমাদের দায়িত্ব বাড়বে, নরম হতে হবে’, ‘অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না’, ‘অন্যায়, দুর্নীতির সঙ্গে কোনও আপোস নয়’, ‘অন্যায় করলে তৃণমূল নেতা-কর্মীদেরও গ্রেফতার’, ‘মা-বোনেদের সম্মান দেবেন, লোভ করবেন না’ ,’এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে’, অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা, জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি মমতার, ‘নির্বাচিত হয়ে মানুষকে সেবা না দিলে কোনও সম্পর্ক থাকবে না’, পুরসভা, পঞ্চায়েত সদস্য থেকে সাংসদ, বিধায়কদের কড়া বার্তা তৃণমূলনেত্রীর। ‘এসএসসি কেলেঙ্কারির জন্য ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে’, ‘নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না?’,’এই বৈষম্য কেন হবে?’, ধর্মতলার সভা থেকে বিজেপিকে নিশানা অভিষেকের, ‘মানুষ যদি আশানুরূপ পরিষেবা না পেয়ে থাকেন, তাহলে ব্যবস্থা নেব’, ‘পুরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেব’, ‘এখন থেকে ২০২৬-এর লড়াই এখন থেকে শুরু করতে হবে’,’পুরসভা, পঞ্চায়েত ভোটে দল এবার কাজ দেখে টিকিট দেবে’,’বিধানসভা, লোকসভা ভোটে লড়াই দেখে এবার টিকিট দেওয়া হবে’, ‘বিজেপির কাছে সিবিআই, ইডি, অর্থ আছে, তৃণমূলের আছে জনগণের শক্তি’, ‘২০১৪ থেকে সিবিআই-ইডিকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে চেয়েছে’, ‘কিন্তু বিজেপি নেতার আসলে বাংলাকে ছোট করেছে’, ২১-র সভা থেকে মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। </p>
<p> </p>
<p> </p>
Source link
দিল্লির সরকার অল্প দিনের অতিথি, এই সরকার চলবে না, পড়ে যাবে: অখিলেশ
Read Time:2 Minute, 27 Second