NOW READING:
WATCH: অভিশপ্ত ওই ড্রিমলাইনারেই ছিলেন আকাশ, ভিডিয়োও করেন তাঁর যাত্রার! দেখুন, কেমন ছিল হতভাগ্য বিমানের অন্দর…শেষ ছবি…
June 12, 2025

WATCH: অভিশপ্ত ওই ড্রিমলাইনারেই ছিলেন আকাশ, ভিডিয়োও করেন তাঁর যাত্রার! দেখুন, কেমন ছিল হতভাগ্য বিমানের অন্দর…শেষ ছবি…

WATCH: অভিশপ্ত ওই ড্রিমলাইনারেই ছিলেন আকাশ, ভিডিয়োও করেন তাঁর যাত্রার! দেখুন, কেমন ছিল হতভাগ্য বিমানের অন্দর…শেষ ছবি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিশপ্ত ওই বিমানে চড়ার অভিজ্ঞতা হয়েছিল এক তরুণের। তিনি দাবি করছেন তিনি এই ফ্লাইটেই (Air India Flight AI171, Boeing 787-8 Dreamliner) দিল্লি থেকে আমদাবাদ  গিয়েছিলেন কিছুক্ষণ আগেই। তখনই তিনি দেখেছিলেন বিমানে অনেক কিছুই কাজ করছিল না। তার ছবি-ভিডিয়োও আছে। কাজ করছিল না সিটে লাগানো বৈদ্যুতিন সরঞ্জাম। হাড়হিম বিমান দুর্ঘটনার পরে সামনে এল অপ্রত্যাশিত তথ্য।

মাত্র ২ ঘণ্টা আগে

আকাশ ভাতসা নামের তরুণ, এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে তিনি বিস্ফোরক দাবি করেছেন। তিনি লিখছেন, আমি ওই ভয়ংকর বিমানটিতেই ছিলাম। মাত্র ২ ঘণ্টা আগে। আমি এই বিমানটিতে দিল্লি থেকে আমদাবাদ এসে পৌঁছেছিলাম। তখনই আমি বিমানটিতে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। আর এর ভিডিয়োও করেছিলাম। এয়ার ইন্ডিয়ায় সেটি পাঠাতামও। তবে, এখন আমি আরও ডিটেইলস দিতে চাই। আমার সঙ্গে যোগাযোগ করুন।

আরও পড়ুন: Ahmedabad plane crash Updates: ঝলসানো দেহের স্তূপ! আগুন-আর্তি! কীভাবে ঘটল আমদাবাদের ভয়ংকরতম এই বিমান দুর্ঘটনা?

আরও পড়ুন: Meghalaya Missing Couple: সোনমের সিগন্যালে ভয়ংকর ধারাল অস্ত্র নিয়ে বিশাল ঝাঁপিয়ে পড়ে রাজার উপর! হানিমুন-মার্ডারের বীভৎস কয়েক ঘণ্টা…

ড্রিমলাইনারের স্বপ্নভঙ্গ

আজ, বৃহস্পতিবার আমদাবাদ বিমানবন্দর থেকে প্লেন ওঠার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে এই বিমান। দুপুর ১.১৭ মিনিটে বিমানটি টেক অফ করে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (SVPIA) থেকে। বিমানে যাত্রী ছিলেন ২৪২ জন। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটি। মোট ২৪২ জন নিয়ে উড়েছিল সেটি। এতে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পোর্তুগিজ, একজন কানাডাবাসী।

মর্মান্তিক ক্র্যাশ

এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানা গিয়েছিল, একটি ‘মেডে’ কল (Mayday call) তারা অভিশপ্ত বিমান থেকে রিসিভ করেছিল। কিন্তু কিছু পরেই সমস্তরকম কমিউনিকেশন বন্ধ হয়ে যায়। টেক-অফের পর পরই ‘May Day’ বলে চিত্‍কার করে উঠেছিলেন পাইলট! যদিও যোগাযোগের চেষ্টায় আর সাড়া মেলেনি! একটু পরেই হাড়হিম দুর্ঘটনার খবর আসে। ওই দুর্ঘটনা-মুহূর্তের ভিডিয়োও দেখা গিয়েছে। ফ্লাইট এআই১৭১টি ভেঙে পড়ার সময়টিকে ধরে রাখা হয়েছে তাতে। তাতে দেখা গিয়েছে শুধু কালো ধোঁয়া!

ক্র্যাশের মুহূর্তে দেখা যায় গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, আকাশ ছেয়ে গিয়েছে সেই বিপুল পরিমাণ কালো ধোঁয়ায়। নীচে বিশাল ধ্বংসস্তূপে আগুনের লেলিহান শিখার উন্মাদ নৃত্য। চারিদিকে পোড়া জিনিসপত্র, ছাই, ধোঁয়া। এবং মৃতদেহের পর মৃতদেহ। সব মিলিয়ে এক বিভীষিকার ছবি! 

কী ঘটেছিল? 

কিন্তু কী ঘটেছিল বিমানটির সঙ্গে? প্রথমে বলা হয়েছিল পাঁচিলের সঙ্গে সংঘর্ষ ঘটেছিল। বিমানটি ওড়ার প্রায় সঙ্গে-সঙ্গেই বিমানবন্দর-সংলগ্ন কোনও এক পাঁচিলের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে অনুমান করা হচ্ছিল। তবে, যেটা পরিষ্কার জানা গিয়েছে, বিমানটি একটি মেডিক্যাল হস্টেল বিল্ডিংয়ে ঢুকে পড়ে। এখন, সেটা ওই পাঁচিলে ধাক্কা খাওয়ার পরে, নাকি ওই হস্টেলের বিল্ডিংয়ের দেওয়ালের সঙ্গেই ধাক্কা লাগার পরেই ঘটে, তা এখনও পরিষ্কার নয়।  

ইঞ্জিন-ইস্যু না পাখির ধাক্কা?

জানা গিয়েছিল, একটা ইঞ্জিন-ইস্যু তৈরি হয়েছিল। ইঞ্জিন নাকি কাঁপছিল। সেই মতো সংশ্লিষ্ট উইন্ডোতে জরুরি বার্তাও গিয়েছিল। পাখির ধাক্কা? তবে, একেবারে লেটেস্ট আপডেট হচ্ছে, পাখির সঙ্গে ধাক্কা। টেক-অফের মুহূর্তেই নাকি রানওয়ে সন্নিহিত অঞ্চলে দুবার পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। কিন্তু ঠিক কী ঘটেছিল, ব্ল্যাকবক্স উদ্ধার না-হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আকাশ-বাণী

তবে, এসবের মধ্যেই এসে গিয়েছে আকাশ ভাতসা নামের ওই তরুণের অভিজ্ঞতার কথা। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন আকাশ। তাতে তিনি বিস্ফোরক দাবি করেছেন। আকাশ লিখছেন, ‘আমি ওই ভয়ংকর বিমানটিতেই ছিলাম। মাত্র ২ ঘণ্টা আগে। আমি এই বিমানটিতে দিল্লি থেকে আমদাবাদ এসে পৌঁছেছিলাম। তখনই বিমানটিতে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। সেই যাত্রার ভিডিয়োও করেছিলাম। এয়ার ইন্ডিয়ায় সেটি পাঠাতামও। তবে, এখন আমি আরও ডিটেইলস দিতে চাই। (প্রয়োজনে) আমার সঙ্গে যোগাযোগ করুন।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link