শেষ মুহূর্তে রাহানেকে দলে নিল নাইটরা, নতুন মরশুমে কি তিনিই অধিনায়ক?

Estimated read time 1 min read
Listen to this article


জেড্ডা: ফর্মে নেই তিনি। ভারতীয় দলেও বড় কোনও মিরক্যাল না হলে আর হয়ত ডাক পাবেন না। বয়স ৩৬ পেরিয়েছে। চলতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও রান পাননি এখনও। তবুও আইপিএলের নিলামে (IPL 2025 Auction) ১.৫০ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। খুব স্বাভাবিকভাবেই প্রথমে আনসোল্ড ছিলেন। কোনও দলই আগ্রহ দেখায়নি তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু শেষ পর্যন্ত পরের বার ফের তাঁর নাম নিলামে উঠলে বেস প্রাইস ১ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে রাহানেকে দলে নিয়ে নেয় কেকেআর। ২০২৩-২৪ মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন রাহানে। ২০২৩ সালে দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি। সেবার চেন্নাইয়ের ট্রফি জয়ের অন্য়তম কারিগর ছিলেন মুম্বইয়ের এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। কিন্তু গত মরশুমে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে একমাত্র অভিজ্ঞতার জন্যই হয়ত কেকেআর রাহানেকে দলে নেওয়ার কথা ভেবেছে। তাঁকে নেতৃত্বভারও দেওয়া হতে পারে।

তবে কেকেআর রাহানেকে দলে নেওযার সঙ্গে সঙ্গেই সোশ্য়াল মিডিয়ায় তাঁকেই অধিনায়ক করার দাবি উঠেছে। অধিনায়ক হিসেবে দেশের জার্সিতে হোক বা ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জার্সিতে, দুর্দান্ত সাফল্য রয়েছে ডানহাত ব্যাটারের। ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে রাহানের নেতৃত্বেই বর্ডার গাওস্কর ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু নিজে ব্যাট হাতে একেবারেই ধারাবাহিক পারফর্মার নন তিনি। যা রাহানের জন্য সমস্যা তৈরি করতে পারে। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পথ চলার পর থেকে আইপিএলে ছয়টি দলের হয়ে খেলেছেন রাহানে। ২০১২ মরশুমে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৬ ও ২০১৭ মরশুমে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেন। ২০১৮-২০২০ ফের রাজস্থানে ফিরে আসেন। এরপর ২০২০ ও ২০২১ সালে দিল্লি ক্যাপিটালস ও ২০২২ মরশুমে কেকেআরে খেলেছিলেন রাহানে। এরপর ২০২৩-২৪ মরশুমে সিএসকের জার্সিতে দেখা যায় রাহানেকে। নিজের আইপিএল কেরিয়ারে ১৮৫ ম্য়াচে ৪৬৮২ রান করেছেন। ২ টো সেঞ্চুরি ও ৩০টি অর্ধশতরান হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার।

ফের অবিক্রিত ডেভিড ওয়ার্নার। ৩০ লক্ষ টাকায় লুভনিথ সিসোদিয়াকে দলে নিল কেকেআর। মঈন আলি ও উমরান মালিককে বেস প্রাইসে দলে নিয়ে নিল কেকেআর। 

আরও পড়ুন: নিলামের দ্বিতীয় দিন চমক দেবে কোন দল? কে পাবেন আকাশছোঁয়া দাম? লাইভ আপডেট

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours