প্রাক্তন KKR ক্যাপ্টেনের রেকর্ড ভাঙলেন হবু অধিনায়ক? SMAT-এ ফের ব্যাট হাতে ঝড় তুললেন রাহানে
বেঙ্গালুরু: আইপিএল নিলামের একেবারে শেষবেলায় যখন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) জন্য দর হাঁকিয়ে তাঁকে দলে নেয়, অনেকেই তখন খানিক ভ্রু কুঁচকেছিলেন। তবে কেকেআর যে তাঁর ওপর আস্থা দেখিয়ে কোনও ভুল করেনি, তা বারংবার প্রমাণ করছেন রাহানে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2024) ফের ব্যাট হাতে ঝড় তুললেন অভিজ্ঞ তারকা। দলে তুললেন ফাইনালেও।
মুস্তাক আলির প্রথম সেমিফাইনালে বঢোদরার মুখোমুখি হয়েছিল মুম্বই। সেই ম্যাচেই বিধ্বংসী এক ইনিংস খেললেন রাহানে। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতেই রাহানের দৌরাত্ম্যে ছয় উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল মুম্বই। ৫৬ বলে ৯৮ রানের ইনিংস খেলেন তিনি। চলতি মুস্তাক আলিতে স্বপ্নের ফর্মে থাকা রাহানের এটি পঞ্চম অর্ধশতরান। তবে ফের একবার সেঞ্চুরি হাতছাড়া হল রাহানের।
চিন্নাস্বামী স্টেডিয়ামে বঢোদরার বোলারদের রীতিমতো শাসন করেন রাহানে। ১৭৫-র স্ট্রাইক রেটে ১১টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল রাহানের ইনিংস। তিনি শতরান হাতছাড়া করলেও অবশ্য এই টুর্নামেন্টে মুম্বইয়ের অধিনায়ক তথা কেকেআরের হয়ে গতবারের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের রেকর্ড ভেঙে দিলেন রাহানে। এটি মুম্বইয়ের হয়ে রাহানের ১২তম অর্ধশতরানের ইনিংস। শ্রেয়সের রেকর্ডই ভাঙলেন রাহানে। যাঁকে আবার পরবর্তী মরশুমে কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে বিশেষজ্ঞরা সবথেকে এগিয়ে রাখছেন।
রাহানে মুস্তাক আলিতে এই মরশুমে ৯৮, ৮৪, ৯৫, ২২, ৬৮, ৫২ ও ১৩ রানের ইনিংস খেলেছেন। ৩৬৬ রান করে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। তাঁর এহেন ধারাবাহিক পারফরম্যান্স যে কেকেআর সমর্থক ও ম্যানেজমেন্টের মুখে হাসি ফোটাবে, তা বলাই বাহুল্য। কেকেআরের তরফে রাহানের ইনিংসের জন্য তাঁকে বিশেষ শুভেচ্ছাবার্তা জানিয়ে পোস্টও করা হয়।
Some 90s feel like a Hundred 🥺👏 pic.twitter.com/v8FsyridZw
— KolkataKnightRiders (@KKRiders) December 13, 2024
এবার দেখার রাহানেকে কেকেআর শেষ পর্যন্ত অধিনায়ক করে কি না। এই বিষয়ে নিলামের পরেই কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরকে জিজ্ঞেস করা হলে, তিনি অবশ্য তখন তেমন কিছুই খোলসা করেননি। নিলামের পর বেঙ্কি বলেন, ‘সত্যি বলতে আপনারা সকলেই জানান এসব ক্ষেত্রে আমাদের বসে কথাবার্তা বলতে হবে। এরকম নিলামের পর তো একসঙ্গে বসে, সবটা দেখতে হয়, কী করা যাবে, কী করা সম্ভব, সেসব ভাবতে হয়। স্টেকহোল্ডার এবং দলের অনেকেই এখানে নেই। তাই আমাদের বসে একসঙ্গে এই নিয়ে আলোচনা করার প্রয়োজন। আমি নিশ্চিত আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’ তবে রাহানের রেকর্ড ও তাঁর ফর্ম যে তাঁর অধিনায়ক হওয়ার পক্ষেই সওয়াল করছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ‘মানুষ হিসাবে খুব ভাল’, লখনউ ছাড়লেও রাহুল এখনও পরিবারের অঙ্গ, দাবি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার
আরও দেখুন