কলকাতা: আইপিএল (IPL 2025) নিলামের টেবিল থেকে তাঁকে কেনার পর থেকেই জোর জল্পনা, তাঁর হাতেই হয়তো দলের নেতৃত্বভার তুলে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। অনেকেই কেকেআরের নতুন অধিনায়ক হিসাবে তাঁকেই চিহ্নিত করে ফেলেছেন।
আইপিএল শুরু হতে এখনও মাস দেড়েক বাকি। তার আগে আচমকা ইডেন গার্ডেন্সে হাজির হয়ে গেলেন অজিঙ্ক রাহানে। তিনিই কি কেকেআরের পরবর্তী অধিনায়ক? আইপিএলের এত আগে ইডেনেই বা কী করছেন রাহানে?
ঘটনা হচ্ছে, শনিবার থেকে ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি মুম্বই ও হরিয়ানা। ম্যাচটি প্রথমে লাহলিতে হওয়ার কথা ছিল। পরে মাঠ বদল হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে রোহতকে মুখোমুখি হওয়ার কথা ছিল হরিয়ানা এবং মুম্বইয়ের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটি ইডেনে সরিয়ে আনা হয়। সেই ম্যাচ খেলতেই কলকাতায় হাজির হয়েছেন রাহানে।
নিজের সোশ্যাল মিডিয়ায় ইডেনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করলেন রাহানে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী খবর কলকাতা?’ যা দেখে জোর গুঞ্জন, আইপিএলে রাহানেই যে কেকেআরের অধিনায়ক হতে চলেছেন, সেই ইঙ্গিতই যেন দিলেন মুম্বই রঞ্জি দলের নেতা। এমনতিতে রঞ্জি ট্রফির নিয়ম হচ্ছে, গ্ৰুপ চ্যাম্পিয়ন দল নিজেদের ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। তবে এক্ষেত্রে হরিয়ানা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে হচ্ছে তাদের।
যদিও ঠিক কী কারণে রোহতক থেকে ম্যাচ সরানো হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিষয়টি নিয়ে হরিয়ানা শিবির যে খুশি নয়, বলাই বাহুল্য। শনিবার থেকে শুরু হবে রঞ্জির কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ম্যাচগুলি। সেই মতো বুধবার সন্ধেবেলা কলকাতায় পৌঁছে যান মুম্বই এবং হরিয়ানা দলের খেলোয়াড়রা। মুম্বই দলের সঙ্গেই কলকাতায় এসেছেন রাহানে, সূর্যকুমার যাদব, শিবম দুবে, শার্দুল ঠাকুররা। ইডেনে প্র্যাক্টিসও সেরে নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে
গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত আইপিএল-এর মেগা নিলামের দ্বিতীয় দিনের একেবারে শেষ লগ্নে রাহানেকে তাঁর ন্যূনতম দামে দলে নেয় কেকেআর। এরপরেই নাইটদের সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোরাফেরা করতে থাকে। অনেকের মতে, রাহানের চেয়ে ভাল বিকল্প কেকেআরের হাতে নেই। শ্রেয়স আইয়ারের আদর্শ উত্তরসূরি হতে পারেন তিনি।
আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের নেপথ্যে বাঙালি কোচ, কীভাবে তৈরি হয়েছিল মুকুটরক্ষার নকশা?
আরও দেখুন
+ There are no comments
Add yours