কলকাতা: ব্যাটার হিসাবে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন না কেউই। কিন্তু টি-২০ ক্রিকেটের পক্ষে তিনি কতটা উপযোগী, তা নিয়ে অনেকেই সংশয়ে।
তার ওপর তিনি আন্তর্জাতিক মঞ্চে গত এক দশকে সেভাবে খেলেননি। ভারতের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন দীর্ঘ ৯ বছর আগে। ২০১৬ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরিত্যক্ত হয়ে যাওয়া সেই ম্যাচে অপরাজিত ৪ রান করেছিলেন।
সেই অজিঙ্ক রাহানেকেই (Ajinkya Rahane) অধিনায়ক করে চমক দিল শাহরুখ খান, জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স (KKR New Captain)। সোমবার দুপুরে ঘোষণা করে দেওয়া হল, আসন্ন আইপিএলে (IPL 2025) রাহানেই নাইটদের সেনাপতি।
যদিও রাহানেকে অধিনায়ক করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞদের। কোনও কোনও মহল থেকে কেকেআরের সিদ্ধান্তকে সমর্থন করা হচ্ছে। বলা হচ্ছে, রাহানেই এই মুহূর্তে কেকেআরকে নেতৃত্ব দেওয়ার সেরা লোক। বলা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে নেতৃত্ব দেন রাহানে। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ হতে পারে।
যদিও, বিরুদ্ধ মতও রয়েছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, রাহানের এখন বয়স ৩৬ বছর। এমন কাউকে অধিনায়ক করা উচিত ছিল যাঁকে অন্তত আগামী বছর ৩-৪ ভরসা করা যায়। রাহানে কতদিন খেলা চালিয়ে যাবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন। বেঙ্কটেশ আইয়ারকে সহ অধিনায়ক করা হয়েছে দলের।
🚨 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 – Ajinkya Rahane named captain of KKR. Venkatesh Iyer named Vice-Captain of KKR for TATA IPL 2025. pic.twitter.com/F6RAccqkmW
— KolkataKnightRiders (@KKRiders) March 3, 2025
আরও পড়ুন: আকাশের তিনটি তারা কিনে ফেলল কলকাতা নাইট রাইডার্স! আইপিএলের আগে শাহরুখের দলের চমক
রাহানেকে অধিনায়ক ঘোষণা করার পর কলকাতা নাইট রাইডার্সের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেছেন, ‘রাহানের মতো অভিজ্ঞ ও পরিণত একজনের হাতে দলের নেতৃত্বের ভার তুলে দিতে পেরে আমরা আপ্লুত । পাশাপাশি বেহ্কটেশ আইয়ারও কেকেআরের গুরুত্বপূর্ণ ক্রিকেটার আর ওর নেতৃত্ব দেওয়ার গুণও রয়েছে । আমরা আশাবাদী যে দুজনে মিলে আমাদের খেতাব রক্ষার অভিযান দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে ।’
২২ মার্চ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (KKR vs RCB) বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে আগামী আইপিএল ।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাদাগিরি ভারতের, কী বলছে ODI রেকর্ড?
আরও দেখুন