Zee Real Heroes Awards 2024: কুমার শানু থেকে কার্তিক আরিয়ান ‘জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস’-এ সম্মানিত বলি তারকারা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ জানুয়ারি মুম্বইতে জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে আয়োজিত হয়েছিল। এদিন বিভিন্ন ক্ষেত্রে হেভিওয়েট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়েছে। হাই প্রোফাইল ইভেন্টটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-সহ আরও অনেকের দ্বারা শোভা বেড়েছে।
অনুপম খের, অজয় দেবগন, অমোঘ লীলা দাস, কুমার সানু, পঙ্কজ ত্রিপাঠি এবং কার্তিক আরিয়ান সহ ভারতীয় বিনোদন জগতের এ-লিস্টের তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Zee Real Heroes Awards 2024 অনুষ্ঠান তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যক্তিদের ব্যতিক্রমী অবদানকে উদযাপন করে এবং সম্মানিত করে।
বলিউডের বলিউডের ‘কিং অফ মেলোডি’ কুমার শানু। ‘জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস’ ২০২৪-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ২০০৯ সালে তিনি পদ্মশ্রী পুরষ্কারেও সম্মানিত হয়েছিলেন। এছাড়াও, এক দিনে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করার জন্য ১৯৯৩ সাল থেকে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও রাখেন।
অন্যদিকে, পঙ্কজ ত্রিপাঠি ‘মেগা পারফরমার অফ দ্য ইয়ার’-এর সম্মানে ভূষিত হয়েছেন। অজয় দেবগন ‘মেগা পারফর্মার অফ দ্য ইয়ার’ এবং কার্তিক আরিয়ান যথাক্রমে ‘সেরা অভিনেতা’ পুরস্কার জিতেছেন। প্রবীণ অভিনেতা অনুপম খের তার ‘ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের’ জন্য সম্মানিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
REAL HEROES AWARD: Thank you @ZeeNews for honouring me with this prestigious award for my #OutstandingContribution to #IndianCinema. And to get it from the dynamic #ChiefMinister of Maharashtra Shri #DevendraFadnavis ji was great. With every award comes a bigger responsibility of… pic.twitter.com/f7f0ExQQUF
— Anupam Kher (@AnupamPKher) January 15, 2025
मुख्यमंत्री देवेंद्र फडणवीस इनकी प्रमुख उपस्थिति में मुंबई में आयोजित ‘ज़ी रियल हीरोज’ कार्यक्रम संपन्न हुआ।
कार्यक्रम में श्री फडणवीस इन्होंने अपने-अपने क्षेत्रों में उत्कृष्ट कार्य करने वाले उल्लेखनीय प्रतिभाशाली कलाकारों को पुरस्कार देकर सम्मानित किया।निम्नलिखित वितरित… pic.twitter.com/r1BtI3WgNq
— CMO Maharashtra (@CMOMaharashtra) January 14, 2025
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁর সোশ্যাল মিডিয়ায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ইভেন্টের ছবি পোস্ট করেছেন। Zee Real Heroes Awards 2024 সেই ব্যক্তিদের উদযাপন করেছে যারা দীর্ঘস্থায়ী পরিবর্তনকে অনুপ্রাণিত করে।
Celebrating Excellence: Honouring the Icons at Zee Real Heroes!
Glad to be a part of the ‘Zee Real Heroes’ program in Mumbai today, surrounded by incredible individuals who have truly redefined excellence in their fields and earned immense respect through their remarkable… https://t.co/SXqb6gV3Xw pic.twitter.com/fIlsxvGKPt
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) January 14, 2025
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)