জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক মাস ধরে বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে সরগরম সামাজিকমাধ্যম। যদিও এত গুঞ্জন রটলেও, অভিষেক বা ঐশ্বর্য একবারও মুখ খোলেননি। তবে এবার সেই গুঞ্জনে এবার বেশ কিছুটা ইন্ধন দিল একটি ভিডিও। যা দেখে প্রায় সকলেই নিশ্চিত, অভিষেক ও ঐশ্বরিয়ার ডিভোর্স হচ্ছেই!
আরও পড়ুন- Aditi Rao Hydari Wedding: ২ মাস আগেই একান্তে বিয়ে করেছিলেন সিদ্ধার্থকে, নভেম্বরে ফের সাত পাকে বাঁধা পড়লেন অদিতি…
সম্প্রতি গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন ঐশ্বর্য। যেই অনুষ্ঠানের একাধিক ঝলক ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। অনুষ্ঠানে ঐশ্বর্য একটি সিলভার কাজ করা নীল গাউনে দেখা গেছে। তাঁর গ্ল্যমারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল স্মোকি আই। খোলা চুলে সফট কার্লে মোহনীয় লাগছিল এই অভিনেত্রীকে।
দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পেছনের স্ক্রিনে ফুটে ওঠে শুধুমাত্র ‘ঐশ্বর্য রাই’ নামটি। বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে হঠাৎ সেটা না দেখে, তাজ্জব সকলেই।
আরও পড়ুন- Director’s Son Death: মর্মান্তিক! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় ১৮ বছর ছেলেকে হারালেন ‘সন অফ সর্দার’-খ্যাত পরিচালক…
এক ভক্ত মন্তব্য করেন, ‘গর্জিয়াস। যারা কিছুদিন আগে ঐশ্বরিয়াকে তার লুক নিয়ে ট্রোল করেছিল, তারা আজ কোণায় বসে কাঁদছে। ’অন্যজন লেখেন, ‘সুন্দরী, স্মার্ট, ঐশ্বরিয়ার তুলনা ঐশ্বর্য নিজেই। ’ তৃতীয়জন লেখেন, ‘কেউ কি দেখেছে, নামের থেকে বচ্চন মিসিং। ’ চতুর্থজন লেখেন, ‘আমি এখনও ভাবতে পারি না, ওর মতো মেয়েরও বিয়েতে সমস্যা হতে পারে’!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)