মুম্বই থেকে নিউইয়র্ক যাচ্ছিল বিমানটি । ৩০৩ জন যাত্রীকে নিয়ে পাড়ি দিয়েছিল। ছিলেন ১৯ জন বিমানকর্মী। উড়ছিল আজারবাইজানের আকাশ দিয়ে। সেই সময়ই এল ভয়ঙ্কর হুমকি। বোমা রাখা আছে বিমানে। কী হবে যদি মাঝ আকাশে ঘটে যায় কিছু? তারপর আর দেরি নয় মুম্বই ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।
রাত ২ টোয় মুম্বই থেকে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমান। । গন্তব্য নিউইয়র্ক। সূত্রের খবর, ওড়ার কয়েকঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে ক্রুদের কাছে থ্রেট মেসেজ আসে। আবার কেউ বলছেন, বিমানের শৌচাগারে হুমকি-নোটটি ছিল। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, মুম্বই ফিরে যাওয়া হবে। সকাল সাড়ে ১০ টা নাগাদ ফের মুম্বইতেই অবতরণ করানো হয় বিমানটিকে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাতে ফ্লাইট নম্বর AI-119, প্রায় ১৫ ঘন্টা সময় নেয়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানে বোমা রাখার হুমকি পেয়েই এই সিদ্ধান্ত। মুম্বইতে আসার পর তন্নতন্ন করে বোমা খোঁজা হলেও, পাওয়া যায়নি কিছুই। দেখা যায় হুমকিটি ভুয়োই। কিন্তু যাত্রীদের নিরাপত্তার সঙ্গে মোটেই আপোস করতে চায়নি বিমান সংস্থাটি। তাই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফের আগামীকাল ভোর ৫টায় যাত্রা করবে বিমানটি। এই সময়ের জন্য যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সহায়তা করবে তারা ।
বিমান সংস্থাটি জানিয়েছে, সোমবার, ১০ মার্চ, মুম্বই-নিউ ইয়র্ক AI119 বিমানটি মাঝআকাশে থাকাকালীন একটি হুমকি পায়। তখনই প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করে, সব যাত্রীর নিরাপত্তার স্বার্থে, বিমানকে মুম্বই ফেরানো হয়। স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে মুম্বইতে ফিরে আসে বিমানটি। এয়ার ইন্ডিয়ার দাবি, তাদের কাছে যাত্ সুরক্ষআর থেকে বড় কিছু নেই। তাই যাত্রী ও এবং ক্রুদের নিরাপত্তার কথা ভেবে, তাঁদের এই সিদ্ধান্ত।
এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল গত বছর।
Air India Mumbai-New York flight returns to Mumbai following bomb threat:
Sources
— Press Trust of India (@PTI_News) March 10, 2025
আরও দেখুন
+ There are no comments
Add yours