NOW READING:
Air India Dreamliner: বিশ্বাসঘাতক বোয়িং? একদিনে হাফ ডজন ড্রিমলাইনার বসিয়ে দিল এয়ার ইন্ডিয়া!
June 17, 2025

Air India Dreamliner: বিশ্বাসঘাতক বোয়িং? একদিনে হাফ ডজন ড্রিমলাইনার বসিয়ে দিল এয়ার ইন্ডিয়া!

Air India Dreamliner: বিশ্বাসঘাতক বোয়িং? একদিনে হাফ ডজন ড্রিমলাইনার বসিয়ে দিল এয়ার ইন্ডিয়া!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদের ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। মৃত্যু হয়েছে মোট ২৭৪ জনের। সেই দুর্ঘটনার কারণ কী তা এখনও অজানা। এরকম পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিয়ে রাজি নয় এয়ার ইন্ডিয়া। কোনও সমস্যা হলেই ফ্লাইট বাতিল করা হচ্ছে। মঙ্গলবার মোট ৬টি ড্রিমলাইনারের ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া। 

এদিন বাতিল হয়েছে দিল্লি-দুবাই AI 915, দিল্লি-ভিয়েনা AI 153, দিল্লি-প্যারিস AI 143, আহমেদাবাদ AI 159, বেঙ্গালুরু-লন্ডন AI 133, লন্ডন-অমৃতসর AI 170 উড়ান। এছাড়াও দিল্লি-হংকং ড্রিমলাইনারের যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি হংকংয়ে ফিরে যায়।

এর আগে আজ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এয়ার ইন্ডিয়ার সানফ্রানসিস্কো-মুম্বই ভায়া কলকাতা ফ্লাইটে। কলকাতায় বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। 

এদিকে, ফ্রাঙ্কফুট থেকে হায়দরাবাদ আসছিল লুফথানসার ও লন্ডন থেকে চেন্নাই আসছিল ব্রিটিশ এয়ারওয়েজের ২ ড্রিমনাইনার। তাদের তাদের ফেরত পাঠানো হয়। এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে তাদের AI 143 সার্ভিসে চেকিংয়ের সময় সমস্যা ধরা পড়েছে। তাই সেইসব ফ্লাইটকে ছাড়পত্র দিতে দেরি হচ্ছে।

আরও পড়ুন-‘আয়রন ডোম’ কি ফাঁপা আওয়াজ! ইজরায়েলের সেনা সদরে আছড়ে পড়ল ইরানি মিসাইল

আরও পড়ুন-ফের ক্রুসেড! ইরান-তুর্কিয়ে-সৌদি-পাকিস্তান মিলে তৈরি হচ্ছে ‘ইসলামিক আর্মি’…

মঙ্লবার সকালে এয়ার ইন্ডিয়া প্রথম কাজটি করে সেটি হল তাদের আমদাবাদ-লন্ডনগামী উড়ান বাতিল করে দেওয়া হয়। আশ্চর্যজনক ভাবে বলা হয় যে উড়ানের জন্য বিমান নেই। যেসব উড়ান রয়েছে তাদের পরীক্ষা চলছে। 

ভারতের বাজারে যেভাবে ড্রিমলাইনার বাতিল করা হচ্ছে তাতে বিপদ বাড়ছে এয়ার ইন্ডিয়ার। গত ১২ জুন আমদাবাদে যে ড্রিমলাইনার দুর্ঘটনার কবলে পড়ে তাতে এখনওপর্যন্ত কোনও কারণ জানা যাচ্ছে না। তার পরেই একের পর এক ফ্লাইট বাতিল করা হচ্ছে। আমদাবাদের বিমান দুর্ঘটনায় কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। এর কী কারণ তা এখনও বোঝা যাচ্ছে না।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link