# Tags
#Blog

AIFF | Intercontinental Cup 2024: আন্তঃমহাদেশীয় কাপে এই ২৬, সন্দেশহীন দলে কিংবদন্তির পুত্র! ইস্ট-মোহন থেকে কতজন?

AIFF | Intercontinental Cup 2024: আন্তঃমহাদেশীয় কাপে এই ২৬, সন্দেশহীন দলে কিংবদন্তির পুত্র! ইস্ট-মোহন থেকে কতজন?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেপ্টেম্বরে হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে আন্তঃমহাদেশীয় কাপ (Intercontinental Cup 2024)। জাতীয় দলের প্রস্তুতি শিবিরের জন্য় নতুন কোচ মানোলো মার্কেজ বেছে নিলেন ২৬ ফুটবলারকে। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) অবসরের পর এই প্রথম মাঠে নামছে ভারত। ইগর স্টিম্য়াচ এখন অতীত। দায়িত্বে স্প্যানিশ ফুটবল ম্যানেজার মার্কেজ। 

প্রত্য়াশা মতোই আন্তঃমহাদেশীয় কাপের দলে রয়েছে বেশ কিছু চমক রয়েছে। তিন ফুটবলার এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন। সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গলের ইরানিয়ান কিংবদন্তি জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি। যিনি এই মুহূর্তে খেলছেন চেন্নাইয়িন এফসি-তে। বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্য়াচে সিরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুতে চোট পেয়েছিলেন অভিজ্ঞ সেন্টার-ব্য়াক সন্দেশ ঝিঙ্গান। তাঁকে রাখা হয়নি টিমে। প্রস্তুতি শিবির শুরু হবে ৩১ অগাস্ট থেকে। 

আরও পড়ুন: খেলতে খেলতেই মূত্র বিসর্জন! লাল কার্ড দেখে ছাড়লেন মাঠ, এমনও ঘটে ফুটবলে

প্রস্তুতি শিবিরের প্রসঙ্গে মার্কেজ বলেন, ‘আমাদের প্রথম প্রস্তুতি শিবির নিয়ে খুবই উচ্ছ্বসিত। জানি খেলোয়াড়দেরও অনুভূতিও এমনই হবে। আমরা দু’টি ভিন্ন দলের মুখোমুখি হব ঠিকই তবে আমার কাছে র‌্যাঙ্কিং খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সঠিক খেলোয়াড়দের খুঁজে একটা দল বানিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আশা করি খুব ভালো কিছুই হবে।আমরা সবাই জানি আমাদের সামনে প্রাক মরসুমে চ্যালেঞ্জ রয়েছে। জাতীয় দলের জার্সি পরা বিরাট সম্মানের এবং আমাদের ফ্য়ানদের কাছেও প্রমাণ করতে হবে।’

ভারতীয় দল

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, প্রভসুখন গিল 

ডিফেন্ডার: নিখিল পুজারি, রাহুল ভেকে, চিংলেনসানা, রোশন সিং, আনোয়ার আলি, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বসু ও মেহতাব সিং

মিডফিল্ডার: সুরেশ সিং, জিকসন সিং, নন্দকুমার, মহেশ নাওরেম, ইয়াসির মহম্মদ, লালেংমাওয়াইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, লালথাথাংগা খাওয়ালরিং।

ফরোয়ার্ড: কিয়ান নাসিরি, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং ও লিস্টন কোলাসো।

আন্তঃমহাদেশীয় কাপে ভারতের সূচি:

সেপ্টেম্বর ৩: ভারত বনাম মরিসাস
সেপ্টেম্বর ৬:  সিরিয়া বনাম মরিসাস
সেপ্টেম্বর ৯:  ভারত বনাম সিরিয়া

(প্রতিটি খেলা শুরু সন্ধে ৭.৩০ মিনিট থেকে)
 

আরও পড়ুন:৩৮ হাজারের উপর রানের সঙ্গেই ৪৩৫ উইকেট! ৩ ICC ট্রফির মালিকের বায়োপিকে থাকছে যা…





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal