জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বিমান দুর্ঘটনা ভারতের গুজরাটের আমেদাবাদে (Ahmedabad plane crash)। ২৪২ জন যাত্রী নিয়ে আমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় প্রায় সব যাত্রীরই মৃত্য়ু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, টেক অফের পর প্রয়োজনীয় গতি (Optimum Speed) তুলতে পারেনি বিমানটি। আর তার জেরেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা ঘটে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৮১২
উল্লেখ্য, ভারতে বিমান দুর্ঘটনার (Plane Crashes in India) সাম্প্রতিক ইতিহাস ঘাঁটতে গেলে প্রথমেই চলে আসে ম্যাঙ্গালোর বিমান দুর্ঘটনার কথা। ২৫ বছর আগে দুর্ঘটনাটি ঘটে। সেটিও ছিল এয়ার ইন্ডিয়ারই একটি বিমান। দুবাই থেকে ম্যাঙ্গালোর আসছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৮১২ (Air India Express Flight 812)। ২০১০ সালে ২২ মে দুর্ঘটনাটি ঘটে। “টেবিল টপ” বলে পরিচিত ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বোয়িং ৭৩৭-৮০০ যাত্রীবাহী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় ও পাহাড়ের ঢালে বেয়ে গড়িয়ে পড়ে। বিধ্বংসী আগুনে পুড়ে খাক হয়ে যায় বিমানটি। বিমানে থাকা ১৬৬ জন যাত্রীর মধ্যে ১৫৮ জনেরই মৃত্যু হয়।
সৌদিয়া ফ্লাইট ৭৬৩
তবে ভারতের আকাশে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটে ১৯৯৬ সালের ১২ নভেম্বর। এটিকে বিশ্বেও সবচেয়ে ভয়ংকর ‘মিড-এয়ার ক্র্যাশ’ বলা হয়ে থাকে। প্রাণ হারান মোট ৩৪৯ জন যাত্রী। সৌদিয়া ফ্লাইট ৭৬৩ ও কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট ১৯০৭, দুই বিমানে মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ ঘটে। ভারতের দিল্লি থেকে সৌদি আরবের ধাহরান যাচ্ছিল বোয়িং ৭৪৭ এয়ারক্র্যাফ্টের সৌদিয়া ফ্লাইট ৭৬৩। অন্যদিকে কাজাখস্তানের চিমকেন্ট থেকে দিল্লি ফিরছিল কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট ১৯০৭। কাজাখস্তান বিমানটি তার উচ্চতায় ভুল করায় হরিয়ানার চরখি দাদরি শহরের উপর দুই বিমানের সংঘর্ষ হয়। দুই বিমানের মোট ৩৪৯ জন যাত্রীর মৃত্যু হয়।
এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৮৫৫
আজকের আমেদাবাদ বা ম্যাঙ্গালোর দুর্ঘটনার অনেক আগে ১৯৭৮ সালে একবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। ১৯৭৮ সালের ১ জানুয়ারি মুম্বই থেকে দুবাই যাওয়ার সময় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ৮৫৫ আজকের মতোই টেক অফ করার ২ মিনিটের মধ্যে ভেঙে পড়ে। বান্দ্রা উপকূল থেকে ৩ কিমি দূরে আরব সাগরে ভেঙে পড়ে বিমানটি। বিমানে থাকা ২১৩ জন যাত্রীর মৃত্যু হয় সেই দুর্ঘটমনায়।
টেনেরিফ দুর্ঘটনা ১৯৭৭
আর বিশ্বে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা (World Deadliest Plane Crash) টেনেরিফ এয়ারপোর্ট বিপর্যয় ১৯৭৭ (Tenerife Airport Disaster 1977)। উড়ানের ইতিহাসে যাকে ভয়ংকরতম দুর্ঘটনা বলা হয়ে থাকে। ১৯৭৭ সালে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ বিমানবন্দরের সেই দুর্ঘটনায় ৫৮৩ জন প্রাণ হারান। রানওয়ের উপর সংঘর্ষ হয় দুটি বোয়িং ৭৪৭-এর। কুয়াশা, যোগাযোগে সমন্বয়ের অভাবে এই ভয়ংকর দুর্ঘটনা ঘটে।
On March 27th, 1977, two Boeing 747s collided on the runway at Los Rodeos Airport in the Canary Islands, killing 583 people and leaving the remote island of Tenerife as the scene of the world’s worst aviation disaster. pic.twitter.com/aL472KhpJO
— Planesanity (@planesanity) May 29, 2024
৯/১১, টুইন টাওয়ার ধ্বংস
বিশ্বের ইতিহাসে নাশকতাও হয়েছে যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে। ২০০১-এ ১১ সেপ্টেম্বর আমেরিকার মোট ৪টি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে হামলা চালায় জঙ্গিরা। ২টি বিমান আমেরিকার টুইন টাওয়ারে ধাক্কা মারে। ধ্বংস হয় টুইন টাওয়ার। একটি পেন্টাগনে আছড়ে পড়ে। আরেকটি পেনসিলভ্যানিয়ায় আছড়ে পড়ে। কমপক্ষে ৩০০০ মানুষ প্রাণ হারান এই সন্ত্রাসী হামলায়। বিমান ছিনতাইকারীরা ছিল সবাই আলকায়দা জঙ্গি।
আরও পড়ুন, Madam N: ‘ম্যাডাম এন’-এর এক ফোনেই পাকিস্তানি ভিসা! ভারতে জ্যোতি সহ ৫০০ গুপ্তচরের নেটওয়ার্ক… কে এই ‘ম্যাডাম এন’?
আরও পড়ুন, Meghalaya Missing Couple: মঙ্গলসূত্র, আংটি, ‘ডিজিটাল ফুটপ্রিন্টস’ ও… ! রাজা হত্যার তদন্তে সোনমের বিরুদ্ধে ১৫ ভয়ংকর প্রমাণ পুলিসের হাতে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)