NOW READING:
Air India Crash: হেলে ল্যান্ডিং গিয়ার! হাইড্রোলিক ব্যর্থতা? আমদাবাদ বিমান দুর্ঘটনার সব উত্তর লুকিয়ে ‘শেষ ১৫ সেকেন্ডে’…
July 2, 2025

Air India Crash: হেলে ল্যান্ডিং গিয়ার! হাইড্রোলিক ব্যর্থতা? আমদাবাদ বিমান দুর্ঘটনার সব উত্তর লুকিয়ে ‘শেষ ১৫ সেকেন্ডে’…

Air India Crash: হেলে ল্যান্ডিং গিয়ার! হাইড্রোলিক ব্যর্থতা? আমদাবাদ বিমান দুর্ঘটনার সব উত্তর লুকিয়ে ‘শেষ ১৫ সেকেন্ডে’…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ডুয়াল ইঞ্জিন ফেলিওর’ (Dual Engine Failure) মানে বিমানের দুটি ইঞ্জিন বিকল হওয়ার কারণেই আমদাবাদ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash)? ফ্লাইট স্টিমুটেলটরেও জোরালো হচ্ছে এই তত্ত্ব! এয়ার ইন্ডিয়ার (Air India Crash) পাইলটরা একটি ফ্লাইট সিমুলেটরে ধ্বংসপ্রাপ্ত বিমানের প্যারামিটারগুলি পুনরায় পর্যবেক্ষণ করেছিলেন, যার মধ্যে ল্যান্ডিং গিয়ার স্থাপন করা এবং ডানার ফ্ল্যাপগুলি প্রত্যাহার করাও অন্তর্ভুক্ত ছিল। সেখানে প্রাপ্ত তথ্য থেকেই, জোরালো হচ্ছে, বিমানের দুটি বিকল হওয়ার তত্ত্ব-ই।

বিমানের ল্যান্ডিং গিয়ার ছিল হেলে!
এখন বিমানের দুটি ইঞ্জিন-ই একসঙ্গে বিদ্যুৎবিহীন হয়ে যায় কিনা বা কেন হয়, তা এখনও অজানা। তদন্তকারীরা দুটি ফ্লাইট রেকর্ডার থেকে সেই সম্পর্কে সূত্র খুঁজছেন। সেইসঙ্গে এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, তার বিশ্লেষণ চলছে। ফুটেজ পর্যালোচনা করে পাইলটরা একটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। তাঁরা বলছেন, বিমানের ল্যান্ডিং গিয়ারটি আংশিকভাবে সামনের দিকে হেলে ছিল। যা কিনা ইঙ্গিত করে যে ককপিট ক্রুরা বিমানের চাকাগুলি গুটিয়ে নেওয়ার পর্ব শুরু করেছিলেন। 

হাইড্রোলিক ব্যর্থতা?
আবার একই সময়ে ল্যান্ডিং গিয়ারের দরজা খোলা হয়নি! পাইলটরা বলছেন যে, এর অর্থ হতে পারে বিমানটি বিদ্যুৎ হারিয়েছিল অথবা হাইড্রোলিক ব্যর্থতার সম্মুখীন হয়েছিল। প্রসঙ্গত, আধুনিক বিমানের সব ইঞ্জিন-ই ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল বা FADEC নামক একটি কম্পিউটার সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এটা পাইলটদের বিমানের শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেইসঙ্গে এটাও নিশ্চিত করে যে বিমানের ইঞ্জিনগুলি সম্পূর্ণ দক্ষতায় কাজ করছে।

১৫ সেকেন্ড… 
অভিশপ্ত উড়ানের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, বিমানের ডানার ফ্ল্যাপ এবং স্ল্যাট, যা টেকঅফের সময় উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে, তা সঠিকভাবেই প্রসারিত হয়েছিল। এখন ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটরা ‘মেডে’ সিগন্যাল পাঠিয়েছিলেন। সম্ভাব্য বিপদের বার্তা পাঠানো ও দুর্ঘটনার মধ্যে মাত্র ১৫ সেকেন্ডের ব্যবধান ছিল! তদন্তে জড়িত ২ ব্যক্তি বলছেন, এই ১৫ সেকেন্ডেই লুকিয়ে থাকতে পারে অনেক উত্তর!

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: কেন ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত উড়ান? আমদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট…

আরও পড়ুন, DA Hike: হাতে আসবে অতিরিক্ত টাকা! পুজোর আগেই ফের বাড়ছে ডিএ? এবার একেবারে ৫৮%…বড় রিপোর্ট…

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link