জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসতে হাসতে বেঙ্গালুরুর সার্ভিস অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন আসামের ১৯ বছরের তরুণী। তিনদিন পর সেই এপার্টমেন্ট থেকেই উদ্ধার হল তাঁর মৃতদেহ। অভিযুক্ত প্রেমিক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। শনিবার বয়ফ্রেন্ডের সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে ঢুকেছিলেন মায়া গগৈ। পুলিসের অনুমান, মৃতার সঙ্গে প্রায় দু’দিন একই ঘরে ছিলেন অভিযুক্ত। যার মধ্যে অধিকাংশ সময়ই তিনি সিগারেট খেয়ে কাটিয়েছিলেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে তৃণমূল: অভিষেক বন্দ্যোপাধ্যায়
হোটেল কর্তৃপক্ষ জানায়, ২৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তরুণী এবং তাঁর বয়ফ্রেন্ড একসঙ্গে অ্যাপার্টমেন্টে ঢুকেছিল। সিসিটিভি ফুটেজ অনুযায়ী দুজনেই খুব হাসিখুশি প্রবেশ করেছিলেন। কিন্তু মঙ্গলবার ২৬ তারিখ বয়ফ্রেন্ড আরভ হ্যানয় রুম থেকে একাই বেড়িয়েছিলেন। পুলিসের অনুমান, শনিবার থেকে আরভের সঙ্গে থাকলেও সেদিন মধ্যরাতে তাঁকে খুন করেন অভিযুক্ত। সেই কারণেই একটি ই-কমার্স সাইট থেকে দুই মিটার লম্বা দড়ি অর্ডার করেছিলেন। তদন্তে নেমে শিউরে উঠছে পুলিস। সূত্রের দাবি, মনে করা হচ্ছে, খুন করার পর ছেলেটির পরিকল্পনা ছিল দেহটিকে টুকরো টুকরো করে লোপাট করে দেওয়ার। সেই কারণেই নিহত প্রেমিকার পাশে শুয়ে বসে লাগাতার ধূমপান করতে থাকেন তিনি। শেষপর্যন্ত পরিকল্পনা বাতিল করে বেরিয়ে পড়েন ক্যাব বুক করে। পুলিস এখনও তাঁর খোঁজ পাননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)