# Tags
#Blog

রোহিতের সঙ্গে একই বিমানে কি অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন শামি?

রোহিতের সঙ্গে একই বিমানে কি অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন শামি?
Listen to this article


মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর ৩৬০ দিনের মাথায় ফের ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন মহম্মদ শামি। আর মাঠে ফিরেই জ্বলে উঠেছেন ফের। বাংলার জার্সিতে রঞ্জিতে খেলতে নেমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন। আর এমন পারফরম্য়ান্সের পরই ফের অভিজ্ঞ ডানহাতি পেসারকে বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় স্কোয়াডে ঢোকানোর দাবি উঠেছে জোরালোভাবে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর শামিকে দলে ভীষণভাবে চাইছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যোগ দিতে পারেন বাংলার হয়ে ঘরায়া ক্রিকেট খেলা তারকা পেসার।

সূত্রের খবর, রোহিত শর্মার সঙ্গে একই বিমানে অস্ট্রেলিয়া পাড়ি দিতে পারেন শামি। প্রথমে যখন বর্ডার গাওস্কর ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল সেই ১৮ সদস্যের দলে ছিলেন না শামি। কারণ তখনও মাঠে প্রত্যাবর্তন করেননি তিনি। কিন্তু রঞ্জিতে প্রত্যাবর্তনে নজরকাড়া পারফরম্য়ান্সের পর এবার টিম ম্য়ানেজমেন্টও চাইছে শামিকে দলে ফেরাতে। ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্য়াচে দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভার বলও করেছেন। এই পরিস্থিতিতে ২২ তারিখ থেকে শুরু হতে চলা পারথ টেস্টের আগে ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়তে পারেন শামি। রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হয়েছেন। তাঁর স্ত্রী রীতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সম্প্রতি। এরপরই রোহিতের প্রথম টেস্টে যোগ দেওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে শামিও ঢুকে পড়লে নিঃসন্দেহে ভারতীয় দলের শক্তি আরও বাড়বে অবশ্যই। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি হিটম্যান। তবে শুক্রবার, ১৬ নভেম্বর রাতের দিকেই জানাজানি হয় যে, রোহিতের পুত্রসন্তান হয়েছে।

২২ নভেম্বর পারথে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু। তার আগে হাতে মাত্র দিন পাঁচেক সময়। প্রথম টেস্টের আগে কোনও অস্ট্রেলীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারত। তবে নিজেদের মধ্যে দুটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। আর সেই প্র্যাক্টিসের মাঝেই বিপত্তি। ভারত এ বনাম ভারত প্রস্তুতির মাঝেই ঘটেছে দুর্ঘটনা। দুদিন আগেই চোট পেয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি করেছিলেন কে এল রাহুল। তবে এখানেই শেষ নয়। এবার আঙুলে চোট পেলেন শুভমন গিল। সেই চোট এমনই গুরুতর যে, পারথ টেস্টে পাঞ্জাবের তরুণের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal