জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি করের নির্যাতিতার মামলায় এবার সুপ্রিম কোর্ট লড়াই করবেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন নির্যাতিতার হয়ে সওয়াল করছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেশের একাধিক বিখ্যাত মামলা লড়েছেন বৃন্দা। হাসিমপুরা হত্যাকাণ্ড, বিলকিস বানো ধর্ষণ, ইসরত জাহান এনকাউন্টারের মতো মামলা লড়েছিলেন তিনি।
আরও পড়ুন-দুর্যোগ থেকে এখনই রেহাই নেই, আগামী ৩ দিন ভারী বৃষ্টিতে ভিজবে এইসব জেলা
কেন বিকাশ ভট্টাচার্যের পরিবর্তে বৃন্দা গ্রোভার? সূত্রের খবর, বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি ওই মামলা নিয়ে রাজনীতি করছেন। তা নিয়ে অসন্তুষ্ট নির্যাতিতার বাবা-মা। জানা যাচ্ছে, আরজি কর মামলা লড়তে নির্যাতিতার পরিবারের কাছ থেকে কোনও পারিশ্রমিক নেবেন না বৃন্দা গ্রোভার। আগামী ৩০ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
আইনজীবী হিসেবে তাঁর লম্বা কেরিয়ারে একাধিক বিখ্যাত মামলা লড়েছেন বৃন্দা গ্রোভার। ২০০৪ সালে গুজরাটে ইসরত জাহান এনকাউন্টার মামলা লড়েছিলেন বৃন্দা। ২০০৮ সালে কান্দামালে খ্রিষ্টান বিরোধী দাঙ্গা মামলাতেও সওয়াল করেছিলেন তিনি। এছাড়াও রয়েছে হাসিমপুরা হত্যাকান্ড মামলা। সাম্প্রতিক কালে লড়াই করেছিলেন ২০০২ সালে গুজরাট হিংসায় ধর্ষিত বিলিকিস বানো মামলা। ওই মামলায় সাজাপ্রাপ্ত ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। সেই মামলায় গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বৃন্দা। একাধিক মানবাধিকার, মহিলা ও শিশু নির্যাতনের মামলা লড়েছেন তিনি। ২০২০ সালে নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বৃন্দা।
মামলা ছাড়াও বিভিন্ন আইন সংশোধনেও বৃন্দার ভূমিকা রয়েছে। ২০১২ সালে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, ২০১০ সালে নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতেও অংশ ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বিভিন্ন সময়ে পুলিস ও বিচার বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণের জন্যও বৃন্দা গ্রোভারকে ডাকা হয়। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যও ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)