# Tags
#Blog

বাংলাদেশের অনুরোধ মানল না আদানিরা, দেওয়া হবে না বিদ্যুতের দামে ছাড়

বাংলাদেশের অনুরোধ মানল না আদানিরা, দেওয়া হবে না বিদ্যুতের দামে ছাড়
Listen to this article


 

Adani Power Bangladesh Deal: গরম পড়তেই ফের আদানিদের দ্বারস্থ হল বাংলাদেশ (Bangladesh News) । এবার গৌতম আদানির (Gautam Adani) কোম্পানির থেকে আগের মতোই পুরো বিদ্যুৎ চেয়েছে ঢাকা। সংবাদ সংস্থা রয়টার্স (Reuters) সূত্রে খবর, ইউনূস সরকারের (Mohammed Yunus) আবেদনে সাড়া দিলেও অনেক অনুরোধ মানেনি আদানি গোষ্ঠী (Adani Group)।
 
এবার পুরো বিদ্যুৎ পাবে বাংলাদেশ ?
রয়টার্সের সূত্র বলছে, আদানি পাওয়ার তিন মাস পর বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে। আগের মতোই এবার ঝাড়খণ্ডের গোড্ডা থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে প্রতিবেশী দেশে। যদিও ঢাকার বিদ্যুতে ছাড় ও ট্যাক্স সুবিধার অনুরোধ খারিজ করেছে আদানি পাওয়ার।

এর আগে অর্ধেক করে দেওয়া হয় বাংলাদেশে বিদ্যুৎ রফতানি
এর আগে বকেয়া টাকা দিতে দেরি হওয়ার কারণে ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার। বৈদেশিক মুদ্রায় ঘাটতির কারণে বাংলাদেশ তখন পেমেন্ট দিতে দেরি করেছিল। এর ফলে ১ নভেম্বরে প্ল্যান্টের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়। তারপরে শীতে বিদ্যুতের চাহিদা ও টাকা দিতে না পেরে বাংলাদেশ শুধুমাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে।

গ্রীষ্মে চাহিদা বাড়তেই এসেছে এই অনুরোধ
গ্রীষ্মের চাহিদার আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেশী দেশে সম্পূর্ণ সরবরাহ চালু করতে চলেছে। রয়টার্সের সূত্র বলছে, পূর্ব ভারতের প্ল্যান্টটি থেকেই বাংলাদেশে যাবে এই বিদ্যুৎ। আদানি পাওয়ার অবশ্য বাংলাদেশকে মিলিয়ন ডলারের সম্ভাব্য ছাড় ও বিপিডিবি থেকে আরও কয়েকটি অনুরোধ রাখতে রাজি হয়নি। মঙ্গলবারই এই নিয়ে উভয় পক্ষের একটি ভার্চুয়াল বৈঠক হয়। শোনা যাচ্ছে, এই বিষয়ে আরও আলোচনা হবে।

আদানি পাওয়ারের তরফে কী বলা হচ্ছে
আদানি পাওয়ারকে উল্লেখ করে সূত্র বলছে, তারা কিছুতেই ছাড় দিতে চায় না। এমনকী ১ মিলিয়ন ডলারও ছাড় দেবে না কোম্পানি। এই বিষয়ে বিপিডিবি চেয়ারপার্সন মোঃ রেজাউল করিম কোনও জবাব দেননি। তিনি এই সপ্তাহের শুরুতে রয়টার্সকে বলেছিলেন “এখন আদানির সঙ্গে কোনও বড় সমস্যা নেই। পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু হতে চলেছে। তিনি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন এখানে : BSNL Q3 Result : মোদি ম্য়াজিক ? ১৭ বছর পর লাভের মুখ দেখল BSNL

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal