NOW READING:
৬০০ মিলিয়ন ডলারের বন্ড রদ, ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে কী জানাল আদানি গ্রুপ ?
November 21, 2024

৬০০ মিলিয়ন ডলারের বন্ড রদ, ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে কী জানাল আদানি গ্রুপ ?

৬০০ মিলিয়ন ডলারের বন্ড রদ, ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে কী জানাল আদানি গ্রুপ ?
Listen to this article


Gautam Adani: আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ-কাণ্ডের পর ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড রদ করেছে। স্টক এক্সচেঞ্জকে একটি রেগুলেটরি ফাইলিংয়ে বিবৃতি দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের (Adani Group) বোর্ড সদিস্য গৌতম আদানি (Gautam Adani) এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আর এই কারণে আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে মার্কিন ডলার বন্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে।

ডলার বন্ড রদ করেছে আদানি গ্রুপ

একটি রেগুলেটরি ফাইলিংয়ে আদানি গ্রুপ জানিয়েছে আদানি গ্রিন এনার্জির বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ও প্রতারণার অভিযোগ এনেছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় শাখায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও।

আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে এই ঘুষের অভিযোগ আসার পরে সংস্থার পক্ষ থেকে যে মার্কিনি ডলার বন্ড জারি করার কথা ছিল তা রদ করা হয়েছে। কোনো অফার আর রাখা হচ্ছে না।

সমস্যা বাড়ল গৌতম আদানির

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে। ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক অনুযায়ী গৌতম আদানি এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় ১৮তম স্থানে আছেন। তাঁর বিরুদ্ধে ২২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে যে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য তিনি মার্কিন আধিকারিকদের ঘুষ দিতে চেয়েছিলেন। এমনকী মার্কিনি বিনিয়োগকারীদেরও মিথ্যা বলেছিলেন বলেও অভিযোগ এসেছে।

বিরাট ধস আদানি গ্রুপের শেয়ারে

এই অভিযোগ আসতেই আজ সকালে শেয়ার বাজারে বড় ধস নামল আদানি গ্রুপের শেয়ারে। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে শেয়ারের দাম। আদানি এন্টারপ্রাইজ সহ মোট ১০টি স্টকেই বড় ধস নেমেছে। আদানি গ্রিন এনার্জিতে সবথেকে বড় ধস এসেছে। আদানি এন্টারপ্রাইজের স্টকে ২১ শতাংশ, আদানি পোর্টস স্টকে ২০ শতাংশ, আদানি এনার্জি সলিউশনের স্টকে ২০ শতাংশ পতন এসেছে।

আরও পড়ুন: Gold Price: সোনার গয়না গড়াতে খরচ কি বাড়ল ? আজ রাজ্যে কত দর চলছে ?

আরও দেখুন



Source link