NOW READING:
আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
November 25, 2024

আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?

আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
Listen to this article


Revanth Reddy: বিরোধীদের তোপের মুখে এবার বড় সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আদানি গ্রুপের (Adani Group) ১০০ কোটি টাকার অনুদান নেবে না তেলেঙ্গানা সরকার (Telangana Government)। সম্প্রতি গৌতম আদানির অনুদানের ভিত্তিতে তেলেঙ্গানায় সব প্রকল্প আদানিদের হাতে তুলে দেওয়া হবে বলে অভিযোগ করছিল বিরোধীরা। যার পাল্টা এই সিদ্ধান্ত নিয়েছে রেভান্থ রেড্ডির সরকার।   

কেন এই সিদ্ধান্ত
সম্প্রতি আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হতেই লোকসভা সরব হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরই আদানিদের অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পরিচালিত তেলোঙ্গানা সরকার। কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরামর্শ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, রাজ্যের প্রকল্পগুলি আদানিদের হাতে তুলে দেওয়া সরকারের উদ্দেশ্য় নয়। টেন্ডারে প্রত্যেককে সুযোগ দিচ্ছে সরকার। সিএম রেভান্থ রেড্ডি জানিয়েছেন, আদানি কোম্পানি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অধীনে যে অর্থ দেওয়ার কথা বলেছেন তা তাঁরা প্রত্যাখ্যান করেছে।

ইতিমধ্যেই আদানিদের চিঠি পাঠানো হয়েছে
রেভান্থ রেড্ডি স্পষ্ট করে বলেছেন,  আদানি গ্রুপ সিএসআর-এর অধীনে সরকারকে 100 কোটি টাকা দেওয়ার কথা বলেছিল। ইতিমধ্যেই অফিসার জয়েশ রঞ্জনও আদানিকে (আদানি ফাউন্ডেশনের চেয়ারম্যান) একটি চিঠি লিখে সেই টাকা চায় না বলে জানিয়ে দিয়েছে। ইয়াং ইন্ডিয়া স্কিল ইউনিভার্সিটিতে ১০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে আদানি। রেভান্থ রেড্ডি আরও জানিয়েছেন, দিল্লিতে তাঁর সর্বশেষ সফরের কোনও রাজনৈতিক তাৎপর্য নেই। 

রেভান্থ রেড্ডির দিল্লি সফর নিয়ে ব্যঙ্গ
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির দিল্লি সফর নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। রাজধানীর রাজনৈতিক মহল বলছে, রেভান্থ রেড্ডি মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে দিল্লি যাচ্ছে। যদিও এই জল্পনা নস্যাৎ করেছেন তেলোঙ্গানার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সাম্প্রতিক দিল্লি সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

তিনি জানান, লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি যাচ্ছেন। অতীতেও অনেক অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছিলেন। বিরোধী বিআরএস নেতাদের ব্যঙ্গ করে রেড্ডি বলেছেন, তিনি কোনও মামলা মওকুফের জন্য বা কারও সাথে পিআরের জন্য দিল্লি যাচ্ছেন না।

আদানিকে তেলেঙ্গানায় আমন্ত্রণ জানিয়েছে বিআরএস
রেভান্থ রেড্ডি বলেছেন যে বিআরএস প্রধান কেসিআর আদানিকে তেলেঙ্গানায় আমন্ত্রণ জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, তেলেঙ্গানায় অনেক প্রকল্প বিআরএস শাসনামলে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল । এই প্রসঙ্গে মিডিয়াকে আদানির সঙ্গে কেসিআর-এর একটি ছবি দেখান রেড্ডি। তিনি জানান, তেলঙ্গানায় ফান্ড ও প্রকল্প আনার জন্য তিনি যতবার চাইবেন ততবার দিল্লিত যাবেন। রাজ্যের স্বার্থে দিল্লি যেতে দ্বিধা করবেন না।

Electricity Bill: এই নিয়ম মেনে শীতকালে গিজার ব্যবহার করুন, হাজার-হাজার টাকা বাঁচবে

আরও দেখুন



Source link