জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার নার্সিংহোমে নিজের চেম্বারেই গুলিবিদ্ধ হন পাঞ্জাবি অভিনেত্রী তানিয়া সিং খাম্বোজের বাবা ডা অনিল জিত্ সিং খাম্বোজ। এনিয়ে প্রবল শোরগোল পড়ে যায়। পঞ্জাবের মোগা জেলার কোট ইসা খান-এ অনিলের চেম্বার আসে বাইক আরোহী দুই দুষ্কৃতী। রোগী সেজে এসে তারা চেম্বারে ঢোকে। তার পর খুব কাছ থেকে অনিলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। সংকটজনক অবস্থায় তাঁকে মোগা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থায় সংকটজনক।
প্রত্যক্ষদর্শীরা বলছেন রোগী সেজেই অনিলের চেম্বারে ঢোকে দুষ্কৃতীরা। মোগার পুলিস সুপার জানিয়েছেন, হামলাকারীরা পরিকল্পনা করেই এসেছিল। রোগী সেজে তারা অনিলের চেম্বারে ঢোকে। তারপর তারা অনিলকে গুলি করে। ওই ঘটনায় সব সম্ভাব্য সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এর মধ্যে তোলাবাজির কোনও অ্যাঙ্গল লুকিয়ে রয়েছে কিনা। তবে এই হামলার আগে অনিলকে হুমকি দেওয়া হয়েছিল।
অনিলের চেম্বার আপাতত সিল করে দিয়েছে পুলিস। ঘটনাস্থল থেকে ফরেন্সিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিস আসপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। চেষ্টা করা হচ্ছে কোনও সন্দেহভাজন কোনও গতিবিধি খুঁজে পাওয়া যায় কিনা।
বাবাকে গুলি লাগার পর পুলিসকে কী বলেছিলেন তানিয়া? ঘটনার পরই সোস্যাল মিডিয়ায় তানিয়ার টিমের তরফে লেখা হয়, তানিয়ার জন্য এটি একটি এই কঠিন সময়। এই সময়ে মিডিয়ার প্রতি আমাদের অনুরোধ কোনওভাবেই যেন তানিয়ার প্রাইভেসি নষ্ট না হয়। এই অবস্থায় কোনও গুজব ছড়াবেন না।
আরও পড়ুন-কনের বাড়ি যাওয়ার পথে দেওয়ালে ধাক্কা বরের গাড়ির, মর্মান্তিক পরিণতি পাত্র-সহ ৮ জনের
আরও পড়ুন-কলকাতা নয়, বর্ধমানেই এবার একটি পুজোর বাজেট দেড় কোটি, চোখ কপালে…
২০১৬ সালে হিন্দি ফিল্ম সরবজিত-এ সরবজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করার অফার পেয়েছিলেন তানিয়া। সেই অফার নিলে বলিউডে তার ডেবিউ হয়ে যেত। কিন্তু পরীক্ষার জন্য তিনি ওই রোল নেননি। এর ঠিক ২ বছর পর ২০১৮ সালে পঞ্জাবি ছবি কিসমত-এ ডেবিউ হয় তানিয়ার। এরপর সন অব মনজিত্ সিং, গুড্ডিয়া পাটোলে, রাব দা রেডিও ২, বজরে দা সিটা, লেখ ছবিতে অভিনয় করেন। এছাড়া একাধিক পঞ্জাবী মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন তানিয়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)