জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দা থেকে ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী রেশম তিপনিস, যিনি ‘বাজিগর’, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’, ‘দিওয়ানা ম্যায় দিওয়ানা’ এবং ‘জয় হো’ মতো হিন্দি সিনেমার জন্য পরিচিত। সম্প্রতি তাঁর ১৪ বছরের ছেলে মানবের আত্মহত্যা নিয়ে ছড়ানো ‘মিথ্যা’ খবরে বিরক্ত অভিনেত্রী।
আরও পড়ুন- Smriti Irani in Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: সেটে Z ক্যাটেগরির নিরাপত্তা, মোবাইলও নিষিদ্ধ! স্মৃতি ফের সিরিয়ালে, ফাঁস তুলসীর ফার্স্ট লুক…
অভিনেত্রীর দাবি, বেশ কিছু খবরে ভুলভাবে দাবি করা হয়েছিল যে মুম্বইয়ের কান্দিভলির একটি উঁচু বিল্ডিং থেকে পড়ে তাঁর ছেলে মানব আত্মহত্যা করেছে, কারণ সে টিউশন ক্লাসে যাওয়া নিয়ে তার পরিবারের সঙ্গে ঝগড়া করেছিল। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই মিথ্যা খবর বিশ্বাস করে মৃত ছেলেটিকে রেশমের ছেলে বলেও উল্লেখ করেন। আসলে সেই ছেলেটি অন্য এক গুজরাটি অভিনেত্রীর ছেলে।
এই ভুয়ো খবরে বিরক্ত রেশম তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “দয়া করে এই মিথ্যা খবর উপেক্ষা করুন। কেউ আমার ছেলে মানব সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। সে পুরোপুরি সুস্থ ও ভালো আছে, বাপ্পার আশীর্বাদে। তবে যেই এটা করেছে, সে আইনের আওতায় আসবে। যদি কেউ আমাকে এই ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য করতে পারেন, অনুগ্রহ করে কমেন্ট করুন।”
আরও পড়ুন- Tv Actress Son Death: মর্মান্তিক মুম্বই! আবাসনের ৫৬ তলা থেকে নীচে… ছিন্নভিন্ন জনপ্রিয় অভিনেত্রীর কিশোর পুত্র…
প্রসঙ্গত, এই গুজবের শুরু হয়েছিল ইনস্টাগ্রামের একটি পেজ থেকে, যেখানে ভুলভাবে রেশমের ছেলে মানবকে আত্মহত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই মিথ্যা তথ্য দেখে রেশম রীতিমতো ক্ষুব্ধ হয়ে সবার প্রতি আহ্বান জানান যেন তারা এই অ্যাকাউন্টটি রিপোর্ট করেন। তিনি লেখেন, “সবাই দয়া করে এই অ্যাকাউন্টটি মাস রিপোর্ট করুন, যাতে ইনস্টাগ্রাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অ্যাকাউন্টের হ্যান্ডেল @laughingcolours। যদিও এখন তারা পোস্টটি মুছে দিয়েছে, তবুও রিপোর্ট করুন।”
প্রসঙ্গত, গত বুধবার রাতে কান্দিভালির একটি আকাশচুম্বী ভবনের ৫৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে অভিনেত্রীর ছেলে। প্রাথমিক তদন্তে পুলিস জানায় যে মা এবং ছেলের মধ্যে বাদানুবাদ হয়। ঘটনাটি ঘটে সন্ধ্যাবেলায়। কী নিয়ে তর্ক? সেদিন ছেলেটির টিউশন পড়তে যাওয়ার কথা ছিল কিন্তু ছেলেটি কিছুতেই যেতে না চাওয়ায় শুরু বকাবকি। বাদানুবাদ তীব্র পর্যায়ে পৌঁছে যায় এবং রাগের বশ ওই বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দেয় ছেলেটি। ছেলের জন্মদিনে আবেগঘন বার্তা লিখেছিলেন অভিনেত্রী। সেই ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।
আরও পড়ুন- Weather Update: নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি! সোমের মতোই মঙ্গলেও ভাসবে গোটা বাংলা, সতর্কতা জারি এই এই জেলায়…
ঘটনাটি ঘটে ২ জুলাই, সন্ধে ৬টা নাগাদ বুধবার কান্দিভালি এলাকায় অবস্থিত ব্রুক বিল্ডিং থেকে ঝাঁপ দেয়, বলেই খবর। ছেলেটির বয়স ১৪ বছর। পুলিসি রিপোর্টে বলা হয়েছে যে, ছেলেটির অভিনেত্রী মা উল্লেখ করেছেন যে তিনি তাঁকে সন্ধ্যার দিকে টিউশনে যেতে বলে, কিন্তু সে দ্বিধাগ্রস্ত ছিল বলে মনে হচ্ছিল। বারবার তাড়া দেওয়ার পর, ছেলেটি অবশেষে ঘর থেকে বেরিয়ে যায়, যার ফলে তার মা ভেবেছিলেন যে সে তার ক্লাসে গেছে।
কিছুক্ষণ পরে, গার্ড বাড়িতে পৌঁছে ছেলেটির মাকে জানায় যে তার ছেলে ছাদ থেকে পড়ে গেছে। পুলিস জানিয়েছে যে সে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও পরিবারের বিবরণে কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায় না, তবে তদন্ত চলছে। ছেলেটির স্কুল ও টিউশনের বন্ধুদের সঙ্গেও কথা বলছে পুলিস। সম্প্রতি নিজের বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ছেলেকে নিয়ে একাই থাকতেন তিনি। তারই মাঝে এই দুর্ঘটনা।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)