কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সোশাল মিডিয়াতেও প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা? এমনই অভিযোগ তুলেছেন অভিনেত্রী মোক্ষ। একটি ফেসবুক লাইভ করার পর, তাঁর অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন তিনি। কণ্ঠরোধের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।
পথে নেমে মিছিল, নাচ, গান, কবিতায় প্রতিবাদ, গ্রাফিতিতে বিচারের দাবি, আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে, গোটা রাজ্য়, গোটা দেশ যখন ফুঁসছে… তখন সেই প্রতিবাদের আঁচ এসে পড়েছে সোশাল মিডিয়াতেও।
আর সেখানেও প্রতিবাদী কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন অভিনেত্রী মোক্ষ। তিনি বলছেন, ‘যত আমরা চেষ্টা করছি বিচারে কাছে যাওয়ার তত অসুরের সংখ্য়া বাড়ছে। আর তত কাঁকড়ার মতো আমাদের মাটিতে ফেলে দিয়েছে। প্রোফাইল গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো ফেক। এটা একটা রাজনৈতিক দলের আইটি সেল করছে।’
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পক্ষে ও আর জি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে সোশাল মিডিয়ায় সরব অভিনেত্রী মোক্ষ। অভিনেত্রীর দাবি, সোমবার তিনি একটি ফেসবুক লাইভ করেন। অভিযোগ, সেই লাইভের কিছুক্ষণ পরই ফেসবুক থেকে তা রেসট্রিক্টেড করে দেওয়া হয়। তাঁর দাবি, এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রীকে ট্য়াগ করে, এক্স হ্য়ান্ডেলে সাহায্য়ের অনুরোধ জানাতেই, পুনরায় সেই পোস্ট ফিরে আসে তাঁর ফিডে। মোক্ষ বলছেন, ‘কালকে রাতে একটা লাইভ করেছিলাম, আমরা ডাক্তারদের পক্ষে। কোন গালাগালি না দিয়ে বলেছি। কমিউনিটি গাইড লাইন মেনে লাইভ করেছি। লাইভ শেষ হয়ে যাওয়ার পরে রেস্ট্রিকটেড করে দেয়। রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রীকে ট্য়াগ করে এক্স হ্য়ান্ডেলে সাহায্য়ের জন্য় অনুরোধ করি। আমার মনে হয়েছিল, সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ছাড়া কার কাছেই বা যেতে পারি? আমার সেই সাহায্যের অনুরোধের পরেই পুনরায় সেই পোস্ট ফিরে আসে ফিডে।’
এই বিষয়ে, মনোরোগ বিশেষজ্ঞ সব্য়সাচী মিত্র বলছেন, ‘বর্তমানে আন্দোলনের দুটো উইং তৈরি হয়েছে। একটা ফিডিক্যাল উইং.. এই যে আমরা রাস্তায় নামছি, প্রতিবাদ করছি। আরেকটা ডিজিট্যাল উইং রয়েছে। তাতে পৃথিবীর প্রতিটা দেশ থেকে যোগদান করছে মানুষেরা। সরকার হয়তো সেই ভার্চুয়াল প্রতিবাদটারও কন্ঠরোধ করতে চায়, তাহলে সেটা খুবই অনুচিত।’ প্রতিবাদের ঝড়ের মধ্য়ে, এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: Tnusree and Srabanti: আরজি কর কাণ্ডের বিচার চাইতে রাজস্থানে তনুশ্রী-শ্রাবন্তী, ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ নেটিজেনদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
+ There are no comments
Add yours