কলকাতা: ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ভয়ানক দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। একটি বড় লরি এসে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িতে (Road accident)। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি, নিজেই জানিয়েছেন সেই কথা ভিডিওয়।
দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার, কেমন আছেন অভিনেত্রী?
সোমবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘হ্যালো, আজ আমি ভূতনাথ মন্দির থেকে পুজো দিয়ে এলাম। কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়।’ তিনি জানান একটা বড় লরি বাজেভাবে ধাক্কা মেরেছে তাঁর গাড়িতে। তিনি এও জানান যে আর একটু হলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। ঘটনার পরের মুহূর্তের ভিডিও করেছেন অভিনেত্রী নিজেই। লরির চালককে বলতে শোনা যায় যে তিনি ভুল করে ধাক্কা মেরেছেন। যদিও মধুমিতার গলা শোনা যায়, ‘ভুল করে? মানুষের প্রাণ চলে যেত।’ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মধুমিতার সঙ্গীকেও, সম্ভবত অভিনেত্রীর গাড়ির চালক তিনি বা নায়িকার সঙ্গে সওয়ার ছিলেন। ভিডিওয় ধাক্কা মারার পর অভিনেত্রীর গাড়ির অবস্থা দেখতে পাওয়া যায়। গাড়ির চালকের আসনের যে দরজা তা প্রায় দুমড়ে গিয়েছে, একেবারে খলনলচে বেরিয়ে এসেছে বলা যায়।
তবে অভিনেত্রীর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘আমার জন্য চিন্তা নেই। আমার কিছু হত না আমি জানি। কারণ আমার সঙ্গে তো যিনি আছেন, ধন্যবাদ ঈশ্বর।’ এই ভিডিও পোস্ট করে নায়িকা জানিয়েছেন তিনি সুস্থ আছেন, ভাল আছেন। এই পোস্টে অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকেই কটাক্ষ করে বলেছেন, ‘এবার গাড়িটা বদলানো প্রয়োজন’। তবে বেশিরভাগই তাঁকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: Jani Master News: জনপ্রিয় কোরিওগ্রাফার জানি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্থা, ‘ব্ল্যাকলিস্ট’ করার হুমকির অভিযোগ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন