NOW READING:
Actress: দিনেদুপুরে নায়িকাকে অপহরণের চেষ্টা, গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পেলেন কোনোমতে…
January 23, 2025

Actress: দিনেদুপুরে নায়িকাকে অপহরণের চেষ্টা, গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পেলেন কোনোমতে…

Actress: দিনেদুপুরে নায়িকাকে অপহরণের চেষ্টা, গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পেলেন কোনোমতে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনেদুপুরে মহাবিপদ। অ্যাপ ক্যাবে করে ঢাকার বনশ্রী থেকে ধানমন্ডি যাচ্ছিলেন ঢালিউডের নায়িকা নিঝুম রুবিনা। সেই যাত্রাপথেই ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। ভয়ে গাড়ি থেকে লাফ দেন তিনি। বন্ধু ও ফ্যানেদের সতর্ক করতে ঘটনার বর্ণনা ও চালকের ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। ঘটনাটি ঘটেছে গতকাল (২১ জানুয়ারি) মঙ্গলবার ঢাকায়। 

আরও পড়ুন- Netflix Subscription Fee Increase: সিরিজপ্রেমীদের মাথায় হাত! ফের বাড়ছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন প্যাকেজের দাম…

ফেসবুকে রুবিনা লিখেছেন, ‘আমি আজ বাসা থেকে উবার কল দিয়েছি, যাব বনশ্রী থেকে ধানমন্ডি। হাতিরঝিলে উঠে ধানমন্ডির দিকে না গিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছিল গুলশানের দিকে। আর আজ মঙ্গলবার, দুপুরবেলা রাস্তা অনেকটাই খালি। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে সোজা না নিয়ে কেন গুলশানে নিয়ে যাচ্ছেন? সে আমাকে বলল, আপনার লোকেশনেই আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি চুপ থাকেন। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। হাইস্পিডে গাড়ি টেনে যাচ্ছিল সে। আমি যখন বললাম, ভাই, আমাকে আপনি এখানে নামিয়ে দেন। তখন সে আমাকে বললো চুপ থাক, কোনো কথা বলবি না।’

গোটা বিষয়টিতে বেশ ভয় পেয়ে যান অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘আমি গাড়ির গ্লাসটা খুলে বাঁচাও বাঁচাও করে চিল্লাচিল্লি শুরু করে দিই। কেউ তো আসলই না, সে গাড়িটা একটু যখন ব্রেক করল, আমি জাম্প দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। তাহলে বলেন, আমাদের নিরাপত্তা কী? আমরা কোন দেশে বসবাস করছি? দিনে-দুপুরে আমরা কি আমাদের সেফটি পাব না? উবারের মতো একটা অ্যাপসও যদি এমন হয়, তাহলে আমরা কাকে ভরসা করব? আপনাদের কাছে প্রশ্ন, আজকে যদি গাড়ি থেকে আমি না নামতাম, তাহলে কি আজকে আমাকে খুঁজে পাওয়া যেত? কোথায় যেতাম আজকে আমি?’

আরও পড়ুন- Saif Ali Khan Security: হাসপাতাল থেকে ফিরেই বাঙালি অভিনেতার শরণাপন্ন সইফ, তাঁকেই দিলেন নিরাপত্তার দায়িত্ব…

গাড়িচালকের ছবি পোস্ট করে রুবিনা লিখেছেন, ‘এই সেই ড্রাইভার। ছবিসহ আপনাদের কাছে পোস্ট করে দিলাম। প্লিজ, সবাই একটু পোস্টটা শেয়ার করে দেন। উবারে ওঠার আগে খুব চিন্তা করে উঠতে হবে।’ এরপরেই পুলিসের দ্বারস্থ হন অভিনেত্রী। হাতিরঝিল থানায় জিডি করেছেন। তিনি আরও বলেন, সেই অ্যাপ ক্যাবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা এখনও সাড়া দেয়নি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link