NOW READING:
Anasuya Sengupta: ‘ফোন করেছিলেন অঞ্জনদা’, বাংলা ছবিতে ফিরছেন ‘কান’-জয়ী অনসূয়া?
December 9, 2024

Anasuya Sengupta: ‘ফোন করেছিলেন অঞ্জনদা’, বাংলা ছবিতে ফিরছেন ‘কান’-জয়ী অনসূয়া?

Anasuya Sengupta: ‘ফোন করেছিলেন অঞ্জনদা’, বাংলা ছবিতে ফিরছেন ‘কান’-জয়ী অনসূয়া?
Listen to this article


সৌমিতা-ঋত্বিক: এই শহরের মেয়ে তিনি। যাদবপুর বিশ্ব বিদ্যালয় থেকে ‘ইংরেজি’ নিয়ে পড়াশোনা তাঁর। কিন্তু বাইরের খোলা হাওয়াই বারবার মুগ্ধ করেছে তাঁকে। রবিবার দুপুরে নন্দনে বুলগেরিয়ার পরিচালক কনস্তান্তিন বোজ়ানভের ‘দ্য শেমলেস’ দেখানোর পরে, কানে ভারতের প্রথম সেরার শিরোপাধারিণী অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta) বললেন, ‘কলকাতার মেয়ে, যে এত বছর আগে অভিনয় করেছে। তারপর বহু বছরের গ্যাপ, তারপর আবার অভিনয় করে নন্দন-১ স্ক্রিনে নিজেকে দেখে দারুণ লাগছে।’ 

আরও পড়ুন: EXPLAINED | Iman Chakraborty: ‘আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ দেয়নি’! হিন্দি ভাষায় গান করা ঘিরে বিস্ফোরক ইমন…

অনসূয়া সেনগুপ্তর পথ চলা শুরু অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ দিয়ে। সেখান থেকে কান জয়। খাস কলকাতার মেয়ে অনসূয়ার হাত ধরে নতুন মাইলস্টোন গড়ল ভারত। বিশ্বের দরবারে অঞ্জনের ছবির নায়িকা অনসূয়া। সাফল্যের পর আর কি কথা হয়েছে ‘অঞ্জন দা’র সঙ্গে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অঞ্জন দা ম্যাসেজ করে ছিলেন। কথা হয়েছে।’  ‘ম্যাডলি বাঙালি’ তাঁর প্রথম ছবি। তার পর অভিনয় থেকে টানা বিরতি। বিনোদন দুনিয়ার অন্য বিভাগে কাজ করেছেন। ‘দ্য শেমলেস’ ছবি দিয়ে প্রত্যাবর্তন। এখানে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে রেণুকা ওরফে অনসূয়া দাপুটে, সাহসী। কিন্তু তার মাঝে লম্বা বিরতি। 

বিরতির পর ফের কবে বাংলা সিনেমায় ফিরবেন এই প্রশ্নের উত্তরে চওড়া হাসির সঙ্গে তিনি জানান, ‘হ্যাঁ! আমি আশা করছি।’ কান উৎসবের পর অনসূয়ার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কী, সেই বিষয়ে অনসূয়া জানান, ‘আগে মানুষ আমাকে চিনতেন না। কিন্তু এখন চেনেন। তবু এখনও পুরোপুরি আমার জীবন বদলায়নি। এখনও সেই পুরনো আমিই রয়েছি। পরিবার, বন্ধু যারা আমার কাছে ছিলেন তাঁরা এখনও কাছেই রয়েছেন। আর্ট এবং কাজ একই আছে।’ অনসূয়া জানিয়েছেন, তাঁর খারাপ লেগেছে। কারণ, এই পুরস্কার একটিই। তাঁরা দু’জনে পেলে বেশি খুশি হতেন।

আরও পড়ুন: Pragya Nagra: ফাঁস হয়নি গোপন ভিডিয়ো! চলছে প্রযুক্তির অপব্যবহার, বললেন মালয়ালাম সুন্দরী প্রজ্ঞা…

ভারতের বাইরে আন্তর্জাতিক সিনেমাতেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। ‘দ্য শেমলেস’ আপাতত সেন্সরের অপেক্ষায়। সব ঠিক থাকলে নতুন বছরে ভারতে মুক্তি পাবে এই ছবি। তার আগে নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসরে অভিনেত্রী অনুসূয়া সেনগুপ্ত এবং অভিনেত্রী ওমারা শেট্টি অভিনীত সিনেমা ‘দ্য শেমলেস’ দেখানো হল। স্ক্রিনিং শেষে তিনি জানান, ‘আমার কাছে এটা ড্রিম কাম ট্রু মোমেন্ট নন্দন তাও আবার নন্দন-১-এ আমাদের সিনেমা আসবে। এবং বহু বছর আমি ক্যামেরা  থেকে বহু দূর থেকে কাজ করেছি। মানে এমন একটা সময় ছিল যখন আমার নাম সিনেমার শেষে ক্রেডিটে  আসত সেটা দেখেই মন ভরে যেত। কিন্তু সেখান থেকে বড় পর্দায় নিজেকে দেখলাম, আমার শহরের মানুষ সেটা দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছেন। এটি অবশ্যয় ফুল সার্কাল মোমেন্ট আমার জন্য।’ সোমবার সকাল ১১টায় নজরুলতীর্থ, কাল মঙ্গলবার বিকেল ৪টেয় রাধা স্টুডিয়োতেও কানে ভারতকে গর্বিত করা অভিনেত্রীর ছবিটি দেখা যাবে। এরপর সিনেমাটি বাইরের রাজ্যে চলে যাওয়ার কথা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link