সেলিম রেজা, ঢাকা: অন্তর্বর্তী সরকারের নির্দেশে চলছে বাংলাদেশ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নির্বাচন চাইছে বাংলাদেশিরা। এরই মাঝে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে ঢাকায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।
আরও পড়ুন- Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় শোকাহত অরিজিত্, প্রতিবাদে বড় সিদ্ধান্ত গায়কের…
শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।দলটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।
অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে বাংলাদেশে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। অতীতে বহুবার তাকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি কোনো দলে যোগদান করেননি। তবে এবার নিজেই দল নিয়ে এসেছেন।
আরও পড়ুন- Indian Embassy in Islamabad: ভয়ংকর! ইসলামাবাদে আক্রান্ত ভারতীয় দূতাবাস, চলছে তাণ্ডব…
উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)