Accident: দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, একজনের মৃত্যু। ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পরপর ট্রাককে ধাক্কা লরির। লরির ধাক্কায় একটি ট্রাকের চালকের মৃত্যু, ২জন গুরুতর আহত । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে।
শেষরাতে ফের বেনজির জনজোয়ার। ৪২ কিমি পথ পেরিয়ে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হল নির্যাতিতার পরিবারের হাতে। ‘এই লড়াইয়ে আমরা থাকব। দাবানলের মতো মশাল ছড়িয়ে পড়ুক’। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের মধ্যরাতে প্রতিবাদ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। বিয়াল্লিশদিন ধরে টানা আন্দোলন। রাস্তায় বসেই শেষমেশ দাবি আদায়। আজ দেশজুড়ে সবার মুখে মুখে ঘুরছে বাংলার জুনিয়র ডাক্তারদের আন্দোলন। গান্ধীবাদী পথে হেঁটে, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলন করে, রাজনৈতিক দলের থেকেও বেশি সফল হলেন জুনিয়র ডাক্তাররা। পচে যাওয়া একটা সিস্টেমের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছিল, আজ সেই লড়াইয়ের ফলে একাধিক দাবি তারা আদায় করতে পেরেছে। বঙ্গ রাজনীতিতে যে আপোস আমরা বারবার দেখেছি, এক্ষেত্রে সম্পূর্ণ তার উল্টো ছবি! হাজার প্রতিকূলতা ছিল, আসছিল আক্রমণও। কিন্তু সেসবকে উপেক্ষা করে, নিজেদের দাবিতে অনড় থেকে, শেষমেশ জিতলেন জুনিয়ররা। তাঁরা পাশে পেলেন বাংলা ও দেশের অসংখ্য় মানুষকে।