NOW READING:
EXPLAINED | Kolkata: তৈরি দেশের ২০০০ শিল্পী! একসঙ্গে তাঁরা কী করতে চলেছেন শীতের কলকাতায়? জানলে চমকে যাবেন
December 19, 2024

EXPLAINED | Kolkata: তৈরি দেশের ২০০০ শিল্পী! একসঙ্গে তাঁরা কী করতে চলেছেন শীতের কলকাতায়? জানলে চমকে যাবেন

EXPLAINED | Kolkata: তৈরি দেশের ২০০০ শিল্পী! একসঙ্গে তাঁরা কী করতে চলেছেন শীতের কলকাতায়? জানলে চমকে যাবেন
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের কলকাতা মানেই মেলা ও ফেস্টিভ্যালের উষ্ণতা, আর এই মৌতাতের আঁচ বাড়াচ্ছে দ্য় অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস অ‍্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার্স ওরফে অ্যাবিড (The Association of Architects and Interior Designers, ABID)। আগামী ১০ থেকে ১৩ জানুয়ারি মিলন মেলায় (Milan Mela) হতে চলেছে অ্যাবিডের ফ্ল্যাগশিপ ইভেন্ট- অ্যাবিড ইন্টেরিয়র্স ২০২৫ (ABID INTERIORS 2025)। গত বুধবার রাতে বাইপাসের ধারের, এক পাঁচতারা হোটেলে অ্যাবিড আসন্ন অন্দরসজ্জা মেলার আনুষ্ঠানিক ঘোষণা করে দিল। 

আরও পড়ুন: ক্যান্সার নিরাময় থেকে ভিনগ্রহীদের আক্রমণ! বাবা ভাঙ্গার ভয়ংকর সব ভবিষ্যদ্বাণী…

প্রথমসারির স্থপতি, অন্দরসজ্জা শিল্পী, নির্মাতা এবং সংবাদমাধ্য়মের নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতিতে অ্যাবিড জানিয়ে দিল, পূর্ব ভারতের বৃহত্তম ডিজাইন প্ল্যাটফর্ম হলে চলেছে  ‘অ্যাবিড ইন্টেরিয়র্স ২০২৫’।  অন্দরসজ্জার নকশা এবং স্থাপত্যের উপর বসেছিল প্যানেল ডিসকাশন, স্টেকহোল্ডার এবং পেশাদারদের যা নতুন দিশা দেখাল। অন্দরসজ্জায় কাঁচামালই শেষ কথা বলে জানালেন তাঁরা। অ্যাবিডের সভাপতি কমলেশ আগরওয়াল বললেন, ‘অ্যাবিড ইন্টেরিয়র্স ২০২৫ শুধুমাত্র একটি প্রদর্শনীই নয়ডিজাইন এবং উদ্ভাবনের উদযাপন করব আমরা। ডিজাইনার্স এনক্লেভ সৃজনশীলতা প্রদর্শনের নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। অবিস্মরণীয় অভিজ্ঞতার অপেক্ষায় আমরা।’

অ্যাবিড ইন্টেরিয়র্স ২০২৫ হতে চলেছে একেবারে আলাদা। এই প্রথমবার অ্যাবিড ইন্টেরিয়র্সে থাকবে ডিজাইনার্স এনক্লেভ, যেখানে ২০-র বেশি নামী এবং উদীয়মান শিল্পীরা তাঁদের অনন্য শিল্পকলা তুলে ধরবেন লাইভ অনুষ্ঠানে, নিজেদের প্রতিভার প্রদর্শন করবেন ইউনিক সব আইডিয়া তুলে ধরে, মনে করা হচ্ছে দর্শকরা  ডিজাইনার্স এনক্লেভ থেকে চোখ সরাতে পারবেন না। 

মেলায় বিশেষ স্থান পাচ্ছে আর্কিটেকচর অ‍্যান্ড ডিজাইনের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা। তাঁরা এই মঞ্চে শিল্পের ভবিষ্যত সম্ভাবনার দিকে আলোকপাত করবেন। স্থানের ব্যবহার থেকে শুরু করে স্থায়িত্ব এবং নকশার নান্দনিকতার উপর আগামী ৯ জানুয়ারি মেলার এক্সক্লুসিভ প্রিভিউ ডে। যেখানে ২০০০-এর বেশি স্থপতি, টাউন প্ল্যানার, অন্দরসজ্জা শিল্পী এবং বিল্ডিং প্রমোটাররা থাকছেন। তাঁদের জন্য় বিশেষ দিন হবে মেলার আগের দিনটি। বাংলার গণ্ডি ছাড়িয়ে এই মেলার ব্য়াপ্তি দেশ জুড়ে। সারা দেশের ২০০-র বেশি স্থপতি ও অন্দরসজ্জা শিল্পীরা থাকবেন। প্রথমসারির ব্র্যান্ড এবং প্রদর্শকরা তাদের অত্যাধুনিক ডিজাইন, টেকসই উদ্ভাবন এবং সৃজনশীল সৃষ্টিও তুলে ধরবেন দর্শকদের সামনে। 

আরও পড়ুন: ২৪-এর শেষেই বিশ্বযুদ্ধে ছারখার পৃথিবী?…! ভয়ংকর ভবিষ্যদ্বাণী করলেন ‘নস্ত্রাদামুস’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 





Source link