NOW READING:
KKR: তাঁর পারফরম্যান্স নেই! ভারতীয় দলের সদ্য ছাঁটাই, আপন করে নিল শাহরুখের কলকাতাই!
April 20, 2025

KKR: তাঁর পারফরম্যান্স নেই! ভারতীয় দলের সদ্য ছাঁটাই, আপন করে নিল শাহরুখের কলকাতাই!

KKR: তাঁর পারফরম্যান্স নেই! ভারতীয় দলের সদ্য ছাঁটাই, আপন করে নিল শাহরুখের কলকাতাই!
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের জুলাই। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সুপারিশেই, কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে অভিজ্ঞ অভিষেক নায়ার (Abhishek Nayar) ঢুকেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের সাজঘরে। ৯ মাসের মাথায় নায়ারকে চাকরি থেকে ছাঁটাই করল বিসিসিআই (BCCI)! তবে একদিনও তাঁকে বেকার বসতে হল না বাড়িতে!

যে কেকেআর ছেড়ে নায়ার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে ছিলেন, সেই কেকেআর-ই তাঁকে পুণরায় নিয়োগ করল সাপোর্ট স্টাফ হিসেবে। গতকাল, শনিবার নায়ার কলকাতায় পা রাখতেই এই খবর হয়ে গিয়েছিল। তবে রবিবার কেকেআর আনুষ্ঠানিক ঘোষণা করে সিলমোহর দিয়ে দিল। আগামিকাল কেকেআর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তার আগেই শক্তিবৃদ্ধি হল শাহরুখ খানের টিমের।

আরও পড়ুন: ব্যাট হাতে নিয়ে রে রে করে তেড়ে গেলেন ধোনি! বিপক্ষের এই ক্রিকেটার নেটে ঢুকেই…

গত বছরের শেষের দিকে টেস্ট ক্রিকেটে ভারতের ভরাডুবি মূল্যায়নে বিসিসিআই পর্যালোচনায করেছিল। যার মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে হার। রিভিউ মিটিংয়ের পর নায়ার বাদ পড়েছেন পারফরম্যান্স নেই বলেই।

হায়দরাবাদের প্রাক্তন ৪১ বছরের সব্যসাচী অলরাউন্ডার নায়ার। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তাঁর ঝুলিতে ৯১৮৫ রানের সঙ্গেই রয়েছে ২৭৯ উইকেট! ২০১৮-২০২৪ পর্যন্ত তিনি কেকেআরের সংসারেরই ছিলেন। গতবছর নায়ার কলকাতাকে তৃতীয় ট্রফি জেতানোয় বড় অবদান রেখেছিলেন। যদিও নায়ার কখনও ঘরোয়া ক্রিকেটে কোচিং করাননি। তবে তিনি রোহিত শর্মা, দীনেশ কার্তিক, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং অঙ্গকৃষ রঘুবংশী সহ-বেশ কয়েকজন আন্তর্জাতিক এবং নতুন খেলোয়াড়ের সঙ্গে একান্তে কাজ করেছেন। 

কেকেআরের বর্তমান সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্যরা হলেন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, পরামর্শদাতা ডোয়েন ব্রাভো, বোলিং কোচ ভরত অরুণ ও সহকারি কোচ ওটিস গিবসন এবং স্পিন-বোলিং কোচ কার্ল ক্রো। দেখা যাক নায়ার ‘চ্যাম্পিয়ন’স লাক’ ফেরাতে পারেন কিনা! গতবারের চ্যাম্পিয়নরা সাত ম্যাচে তিনটি জিতে এবং চারটি হেরে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে।

আরও পড়ুন: ১৭ বছর আগে ইমরানের বিছানায় বাঁধ ভেঙেছিলেন! এবার ভারতীয় স্টারের জন্য প্রকাশ্যেই…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link