NOW READING:
টিম ইন্ডিয়া থেকে কেকেআরে ফিরছেন অভিষেক নায়ার! বরুণ চক্রবর্তীর ইঙ্গিতপূর্ণ পোস্টে জোর জল্পনা
April 18, 2025

টিম ইন্ডিয়া থেকে কেকেআরে ফিরছেন অভিষেক নায়ার! বরুণ চক্রবর্তীর ইঙ্গিতপূর্ণ পোস্টে জোর জল্পনা

টিম ইন্ডিয়া থেকে কেকেআরে ফিরছেন অভিষেক নায়ার! বরুণ চক্রবর্তীর ইঙ্গিতপূর্ণ পোস্টে জোর জল্পনা
Listen to this article


নয়াদিল্লি: আইপিএল চলাকালীনই ভারতীয় ক্রিকেটে বড় কাণ্ড ঘটে গিয়েছে। টিম ইন্ডিয়ার সহকারী কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে অভিষেক নায়ারকে। মাত্র আট মাস দায়িত্ব পালন করার পরেই তাঁকে সরে যেতে হল। এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই অভিষেক নায়ারের (Abhishek Nayar) ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। 

গত মরশুম পর্যন্তও আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন অভিষেক নায়ার। গৌতম গম্ভীরের আইপিএলজয়ী কেকেআর ম্যানেজমেন্টের অঙ্গ ছিলেন তিনি। এবার তিনি সেই আইপিএলেই ফিরতে পারেন বলে খবর। দাবি করা হচ্ছে নায়ারকে আবার কেকেআর ডাগ আউটেই দেখা যেতে পারে। সৌজন্যে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) এক সোশ্যাল মিডিয়া পোস্ট। কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক নায়ারের সঙ্গে একটি ছবি আপলোড করেন। সেখানে নায়ার ও বরুণ, উভয়ই কেকেআরের জার্সি পরিহিত রয়েছেন। এরপরেই অভিষেক নায়ারের কেকেআর প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে।

 

তবে শোনা যাচ্ছে শুধু অভিষেক নায়ার নয়। ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সোহম দেসাইকেও ছেঁটে ফেলা হয়েছে। নায়ারের জায়গায় কাউকে নিয়োগ করা হবে না কারণ ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাক ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অন্যদিকে, দিলীপের কাজ সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দেখবেন। 

জানা গিয়েছে, ট্রেনার সোহম দেসাইয়ের জায়গায় আদ্রিয়ান ল্য রু যোগ দেবেন ভারতীয় দলে। যিনি বর্তমানে আইপিএল-এ পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। তার আগে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গেও ছিলেন। ভারতীয় দলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ল্য রু-র। সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক থাকাকালীন ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন। জানা গিয়েছে, তাঁর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

প্রসঙ্গত, বরুণ নিজের সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেছেন, যা নিয়েও বেশ শোরগোল। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে পল্টন ব্য়াটার রায়ান রিকেলটন ইনিংসের সপ্তম ওভারে আউট হলেও, তাঁকে ডেকে ফেরত আনা হয়। জিশান আনসারির বলে কভারে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন রিকেলটন। তবে মুম্বই ব্যাটার মাঠ ছাড়ার ঠিক আগেই আম্পায়াররা তাঁকে মাঠে ফেরান। নট আউট দেওয়া হয় তাঁকে। 

আম্পায়াররা রিপ্লেতে দেখেন রিকেলটনের ব্যাটের সঙ্গে যখন বলের স্পর্শ হয়, সেই সময় সানরাইজার্স কিপার হেনরিখ ক্লাসেনের দস্তানা উইকেটের আগে ছিল। বর্তমান নিয়ম অনুযায়ী কিপারের দস্তানা উইকেটের আগে থাকলে তা নো বল হয়। আর নো বলের নিয়ম মেনে ফ্রি-হিটও পায় ব্যাটার। সেই নিয়ম মতোই কাজ করেছেন আম্পায়াররা। তবে বরুণ চক্রবর্তী এই সিদ্ধান্তে কিন্তু একেবারেই খুশি নন। তাঁর প্রশ্ন অন্য কারুর ভুলের জন্য বোলাররা কেন শাস্তি পাবেন? বরুণের প্রশ্নের পর এই নিয়মে আদৌ কিছু বদল হয় কি না, সেইদিকেও নজর থাকবে।

আরও দেখুন





Source link