NOW READING:
Abhishek Banerjee: ৭৫ দিনের কর্মসূচি শেষ, অভিষেকের ‘সেবাশ্রয়ে’ ১২ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা!
March 20, 2025

Abhishek Banerjee: ৭৫ দিনের কর্মসূচি শেষ, অভিষেকের ‘সেবাশ্রয়ে’ ১২ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা!

Abhishek Banerjee: ৭৫ দিনের কর্মসূচি শেষ, অভিষেকের ‘সেবাশ্রয়ে’ ১২ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা!
Listen to this article


প্রবীর চক্রবর্তী: টানা ৭৫ দিন ধরে নিঃখরচায় সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা! উপকৃত হলেন ১২ লক্ষেরও বেশি মানুষ। ডায়মন্ড হারবারে শেষ হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি। কবে? আজ, বৃহস্পতিবার।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

আরজি করে আবহে নজরে স্বাস্থ্য। পোশাকি নাম, ‘সেবাশ্রয়’। গত বছরের নভেম্বরে নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের নয়া কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক। এরপর চলতি বছরের ২ জানুয়ারি থেকে শুরু কর্মসূচি। সেই ‘সেবাশ্রয়’-ই অনেকের কাছে হয়ে উঠেছিল আশার আলো। কিন্তু কথায় বলে, ‘সবকিছু একটা শেষ থাকে’। সেই নিয়ম মেনেই সমাপ্তি ঘটল অভিনব এই কর্মসূচিরও। 

সবমিলিয়ে ৭৫ দিনের কর্মসূচি। ৭০ দিন সাধারণ ক্যাম্প, আর ৫ দিন মেগা ক্যাম্প। এক্স পোস্টে অভিষেক জানিয়েছেন, সেবাশ্রয় কর্মসূচিতে পরিষেবা পেয়েছে ১২ লক্ষ ৩৫ হাজার ৭৭৩ জন। শুধুমাত্র আজ, বৃহস্পতিবার মেগা ক্যাম্পে ৬৯ হাজার ৫৭ জন। বিভিন্ন ধরণের ডাক্তারি পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ১৬৭ জনের। বিনামূল্যে ওষুধ পেয়েছেন ৭৪ হাজার ৮৪৩ জন। আর উন্নত চিকিত্‍সার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ১১৫ জনকে।

 

নয় বছরের আলতাফ। সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমেই তার হার্টের অপারেশন হয়েছে জেআইএমএস হাসপাতালে। এমনকী, অপারেশনের পর আলতাফের পরিবারে যাতে সবরকম সহায়তা পায়, তাও নিশ্চিত করা হয়েছে। মোটর নিউরন ডিজিজ এসএমএ টাইপ ৩-এ  আক্রান্ত নেহা মাজি। বেঙ্গালুরুতে ডিয়াট্রিক নিউরোলজিস্টের দেখানোর ব্যবস্থা শুধু নয়,  যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছে ‘সেবাশ্রয়’।  পরিষেবা পেয়েছেন গাঁটের অসুখে আক্রান্ত কৃতি মান্না, স্তন ক্যানসারে আক্রান্ত বিবি মোল্লারাও। কানের অস্ত্রোপচার হয়েছে দু’জনের। বাদ নেই ছানি অপারেশনও। বহু মানুষের দৃষ্টি শক্তি পুনরুদ্ধার করা গিয়েছে। ৫০ জনকে দেওয়া হয়েছে উন্নত মানের শ্রবণযন্ত্র বা কানের শোনার মেশিন।

আরও পড়ুন:  Dr Subarna Goswami: দার্জিলিংয়ের টিবি হাসপাতালে বদলি আরজি করের প্রতিবাদী ডা. গোস্বামী! প্রতিহিংসা?

আরও পড়ুন:  Chitpur Crime: চিৎপুর কাণ্ডে নয়া মোড়! এগারোর নাবালিকার লেখা চাঞ্চল্যকর নোটে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link