# Tags
#Blog

শুধু নিজের কথা ভাবলে হবে না, ‘২৬-এর জন্য এখন থেকেই প্রস্তুতি, বললেন অভিষেক

শুধু নিজের কথা ভাবলে হবে না, ‘২৬-এর জন্য এখন থেকেই প্রস্তুতি, বললেন অভিষেক
Listen to this article


কলকাতা: লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বড় সাফল্য মিলেছে। সেই আবহেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই ২০২৬-এর জন্য প্রস্তুতি নিতে হবে বলে জানালেন তিনি। পাশাপাশি, দলীয় নেতৃত্বকেও কড়া বার্তা দিলেন। (TMC 21 July Rally)

লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর সংগঠনের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিষেক। রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে আবারও আগের মতোই দলের হয় ব্যাট ধরতে দেখা গেল তাঁকে। শুধুমাত্র বিজেপি-কে আক্রমণ করেই থামলেন না, দলের নেতা-কর্মীদেরও বার্তা দিলেন তিনি। দলের মধ্যে আত্মতুষ্টির কোনও জায়গা নেই, আরও বিনয়ী হতে হবে বলে জানিয়ে দিলেন। (Abhishek Banerjee)

লোকসভা নির্বাচনে রাজ্যে ২৯টি আসনে জয়ী হলেও, কলকাতা-সহ বহু জায়গায় বুথভিত্তিক প্রাপ্ত ভোটের নিরিখে এগিয়ে গিয়েছে বিজেপি। সেই নিয়েও এদিন কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন অভিষেক। এদিন তিনি বলেন, “আগামীর লড়াই আরও বৃহত্তর হবে। ২০২৬-এর জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে আমাদের। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা আছেন, নিজেদের কথা শুধু ভাবলে হবে না।  কর্মীদের কথা ভাবতে হবে।” দলের নেতাদের উদ্দেশে অভিষেক বলেন, “দল কিন্তু ফলের পর পর্যালোচনা করে দেখবে। পুরভোটে আমি টিকিট পাব আর লোকসভার সময় দল ফল পাবে না…দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নিজের নির্বাচনের মতো সব নির্বাচনে পরিশ্রম করতে হবে।”

আরও পড়ুন: TMC 21 July Rally: ভোটের দিন মদের পিছনেই ৪০ কোটি, সভ্য লোক BJP করে না: অভিষেক

লোকসভা নির্বাচনের পর যে কয়েক দিনের বিরতি নিয়েছিলেন, সেই সময়ে পর্যালোচনার মধ্য়ে ছিলেন বলেও জানান অভিষেক। তিনি জানান, দমবন্ধ হয়ে আসছে বলে অনেকেই চলে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েক জনকে ফেরত নেওয়া হয়েছে যদিও। কিন্তু দলের সৈনিকদের উপর ছড়ি ঘোরাতে দেওয়া হয়নি। অভিষেক জানিয়েছেন, এত কর্মী বিজেপি কিনতে পারবে না বলে আগেই জানিয়েছিলেন তিনি। 

অভিষেক এদিন স্পষ্ট জানান, যাঁরা তৃণমূলকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, সকলের জন্যই কাজ করতে বদ্ধপরিকর তাঁদের দল।  ২০১৬, ২০২১ এবং ২০১৪-এর থেকেও ২০২৬ সালে বড় জয় পেতে হবে বলে বার্তা দেন তিনি। দলের মধ্যে দ্বন্দ্বের কোনও জায়গা নেই বলে জানান। তাঁর কথায়, “আত্মতুষ্টির জায়গা নেই দলে। পুরনোদের অভিজ্ঞতা এবং নতুনদের উদ্যম, একবৃন্তে দু’টি কুসুম।” নির্বাচনে যাঁরা মানুষকে বোঝাতে অক্ষম হয়েছে, পুরসভা থেকে পঞ্চায়েত এবং শহরস্তরে…তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও জানান অভিষেক।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal