NOW READING:
RG কর-মামলায় রায়ের পর প্রতিক্রিয়া অভিষেকের, ‘ জেলবন্দি রাখার অর্থ নেই, ফাঁসিই একমাত্র পথ..’ !
January 20, 2025

RG কর-মামলায় রায়ের পর প্রতিক্রিয়া অভিষেকের, ‘ জেলবন্দি রাখার অর্থ নেই, ফাঁসিই একমাত্র পথ..’ !

RG কর-মামলায় রায়ের পর প্রতিক্রিয়া অভিষেকের, ‘ জেলবন্দি রাখার অর্থ নেই, ফাঁসিই একমাত্র পথ..’ !
Listen to this article


কলকাতা: আর জি কর-মামলায় চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। আর জি কর-মামলার (RG Kar Case)  রায়ের পর মুখ খুললেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই, ফাঁসিই একমাত্র পথ যদি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলবন্দি করে রাখার কোনও অর্থ নেই। সঞ্জয়ের মতো ধর্ষকের পিছনে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘সাম্প্রতিক অতীতে কলকাতা ও রাজ্য পুলিশ প্রশংসনীয়ভাবে এই ধরণের একের পর এক মামলায় ১ থেকে ২ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করেছে। দোষীদের প্রত্যেকের ফাঁসির সাজা হয়েছে, কিন্তু আর জি কর মেডিক্যালের ক্ষেত্রে তা হল না’, ঘনিষ্ঠ মহলে প্রতিক্রিয়া ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের।

আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ড। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এদিন বলেন বিচারক । নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন। ‘কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে’, সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের।

যদিও  রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন চিকিৎসকের মা-বাবা।’ আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি। ক্ষতিপূরণ নয়, বিচার চাই’, বিচারককে বললেন নিহত চিকিৎসকের পরিবার। বিচারের নামে প্রহসন, রায় নিয়ে তীব্র ক্ষোভ চিকিৎসকদের। আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রীও । আমার হাতে থাকলে আগেই ফাঁসির অর্ডার করাতে পারতাম, এদিন বলেন মুখ্যমন্ত্রী।

সরকারি হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও ধোঁয়াশা রয়েছে অনেক। সঞ্জয় রায়ের একার পক্ষে কি এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব? অপরাধে সঞ্জয় একা ছিলেন, নাকি তাঁর সঙ্গে আরও কেউ বা কারা ছিলেন? ধৃত সিভিক ভলান্টিয়ার আদালতে দোষীসাব্যস্ত হওয়ার দিনও দিনভর চর্চায় ছিল এই প্রশ্ন। রায় ঘোষণার পর সেই প্রশ্নই ফের তুললেন নির্যাতিতার মা-বাবাও। 

আরও পড়ুন, RG কর-মামলায় রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার মা-বাবা, ‘সঞ্জয় রায়, একা আমার মেয়েকে…’ !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link