আশাবুল হোসেন, দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, কলকাতা: রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, নতুন দল করবে। কিন্তু তাঁর গলা কেটে দিলেও ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ বেরোবে! তাঁকে নিয়ে সাম্প্রতিকসময়ে ওঠা নানা জল্পনা এভাবেই নস্য়াৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অধীর চৌধুরীর কটাক্ষ, একনাথ শিণ্ডে কিন্তু বিজেপিতে যাননি, তিনি বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন।
তৃণমূলের শীর্ষমহলে ক্ষমতার টানাপোড়েন নিয়ে জল্পনা বেশকিছুদিন ধরেই চলছে।ক্ষমতার কি দুটি ভরকেন্দ্র তৈরি হয়েছে? এই নিয়েও জোর গুঞ্জন। এই আবহেই নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যা বললেন,’ তা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে, কাটা গলা থেকে ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ বেরবে। আমি বেইমান নই। ‘
তৃণমূলে বিভেদের জল্পনা উস্কে দিতে গিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের পাল্টা মহারাষ্ট্রের একনাথ শিণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন অধীর চৌধুরী। শিবসেনা থেকে বেরিয়ে গিয়ে একনাথ শিণ্ডে বিজেপির সঙ্গে হাত মেলান। ভোটে জয়ী হন। এখন শিণ্ডেই আসল শিবসেনা। আর যে বাল ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, তাঁর ছেলে উদ্ধবকে অন্য় দল গড়তে হয়েছে।কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘শিণ্ডে (একনাথ শিণ্ডে) কিন্তু বিজেপিতে যায়নি, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। খালি একটা কথা বলুক না যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। আর জি কর কাণ্ডের পর আমার কেন প্রয়োজন হয়েছিল ‘সেবাশ্রয়’ খোলার, তার পিছনে কারণ কী, সেকথা কেউ বলছে না।’
আরও পড়ুন, ‘পিকের আইপ্য়াক এটা নয়, নতুন একটা টিম, সহযোগিতা করতে হবে..’, সুর বদল মমতার !
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, দিদিকে আশ্বস্ত করছে। এরা এরকমই বলে। মুকুল, শুভেন্দুও এভাবে আশ্বস্ত করেছিল। মহারাষ্ট্রে শুধু একনাথ শিণ্ডে নয়, অজিত পাওয়ারের উদাহরণও আছে। কাকা শরদ পাওয়ারের কাছ থেকে রাজনীতি শিখে, তাঁর হাত ধরে রাজনীতির উচ্চ পর্যায়ে পৌঁছে, সেই কাকাকেই দূরে সরিয়ে দিয়ে, তাঁর এনসিপির দখল নিয়ে নিয়ে নিয়েছেন অজিত পাওয়ার। ভাইপো এখন মহারাষ্ট্রের উপ মুখ্য়মন্ত্রী আর একদা মহারাষ্ট্র রাজনীতির চাণক্য় শরদ পাওয়ার কার্যত রাজনৈতিক সন্ন্য়াসে পৌঁছে গেছেন।
আরও দেখুন