<p>ABP Ananda Live: ভোটে ৪ জেলার পারফরম্যান্সে ক্ুবধ অভিষেক। পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি। মালদাতেও ঝগড়া করে অন্যদের সুযোগ। শুভেনদুর জেলায় ১২ আসনের টার্গেট দিলেন অভিষেক। ২৬-র আগে জেলায় নজর অভিষেকের। ডাবগ্রাম-ফুলবাড়িতে ৩১৪টি বুথের মধ্যে ২৭৭। বালুরঘাটে ১৯৯টি বুথের মধ্যে ১৮১টিতেই হার। ভাবুন কী কাজ করেছি। বৈঠকে বললেন অভিষেক। যেখানে খারাপ ফল, সেই সব জায়গায় তৃণমূলের ব্লক ও জেলা সভাপতি বদল। ৫ দিনের মধ্যে নাম ঘোষণা। জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি গুরুত্ব। ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের। নেত্রীর অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন। মেগা-বৈঠকে ‘আমাদের সবার নেতা’ বলে সম্মোধন সুব্রত বক্সীর। পদ দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে। সন্দেহ হলেই ভেরিফাই করুন। আমার বা আইপ্যাকের নামে টাকা তোলা যাবে না। ফোন নম্বর দিয়ে নেতা-কর্মীদের সতর্ক করলেন অভিষেক। </p>
Source link
পাখির চোখ ‘২৬ এর ভোট। শুভেন্দুর জেলায় কত আসনের টার্গেট দিলেন অভিষেক?
