# Tags
#Blog

বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য়ই সবকিছু করা হয়েছে। বাংলার জন্য় কিছু নেই:অভিষেক

বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য়ই সবকিছু করা হয়েছে। বাংলার জন্য় কিছু নেই:অভিষেক
Listen to this article



<p>ABP Ananda Live: ‘বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য়ই সবকিছু করা হয়েছে। বাংলার জন্য় কিছু নেই’, বললেন অভিষেক। আপনার একটা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে, আবার কেন্দ্রের প্রজেক্ট আশা করছেন: সুকান্ত ।</p>
<p>মধ্য়বিত্তদের স্বস্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেটে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যও । আমানতের সুদে ৫০ হাজার থেকে ছাড় বেড়ে ১ লক্ষ। সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজারই রইল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ‘বাজেটে স্বাস্থ্য এবং শিক্ষার দিকে নজর দেওয়া হয়নি’, বললেন মহম্মদ সেলিম। ‘এই বাজেট জনতা জনার্দনের’। ‘রোজগার বাড়ানোর ব্যাপারে বাজেটে নির্দিষ্ট পদক্ষেপ’। ‘এই বাজেটে পকেট ভরবে সাধারণের’। ‘দেশের স্বপ্নপূরণের বাজেট’। ‘বাজেটে একদিকে সাশ্রয় হবে, অন্য়দিকে বিনিয়োগ বাড়বে’। ‘বাজেটে উৎপাদন শিল্পের দিকে নজর’। বললেন মোদি। অর্থমন্ত্রী জানালেন, ১২ লক্ষ টাকা অবধি কোনও আয়কর লাগবে না । তৃতীয় মোদি সরকারের বাজেটে রইল মধ্যবিত্তের জন্য বড় ছাড় । নিকট অতীতে এমন বিরাট ছাড় দেওয়া হয়নি মধ্যবিত্তর জন্য। ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। এরপর ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাঁদের আয়, তাঁরা ১০ শতাংশ হারে ট্যাক্স দেবেন। এরপর ১৬ থেকে ২০ লাখ রোজগেরেদের জন্য ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি রোজগার হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। মধ্যবিত্তরা কতটা সুরাহা পাচ্ছেন ? জানালেন সজল ঘোষ।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal