প্যারিস: দিনের শুরুটা করেছিলেন স্বপ্ন নিয়ে। ভারতের হয়ে প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে অলিম্পিক্সে (Paris Olympics 2024) পদক সুনিশ্চিত করে ইতিহাস আগেই গড়ে ফেলেছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। আশা ছিল তিনি প্রথম কুস্তিগীর হিসাবে স্বর্ণপদক জিতবেন। তবে বিনেশের স্বপ্নভঙ্গ হয়। বাড়তি ওজনের জন্য প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করা হয় ভারতীয় কুস্তিগীরকে। এবার বিনেশের হয়ে ব্যাট ধরলেন অভিষেক বন্দোপাধ্য়ায় (Abhishek Banerjee)।
বিনেশের স্বপ্নভঙ্গ হওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর লড়াই এবং কীর্তিকে সম্মান জানাতে তৎপরতা দেখান। বিনেশকে ভারতরত্ন (Bharat Ratna) বা রাজ্যসভার আসন দেওয়ার দাবিতে সরব হন অভিষেক। নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তৃণমূল নেতা লেখেন, ‘সরকার এবং বিরোধীপক্ষ কোনও উপায়ে এক ঐক্যমত্যে আসা উচিত। বিনেশ ফোগতের অসাধারণ লড়াইকে সম্মান জানাতে তাঁখে ভারতরত্ন বা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভা আসন দেওয়া হোক। ওঁকে যে পরিমাণ প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই কথায় মাথায় রেখে এটুকু তো আমরা ওঁর জন্য করতেই পারি। ওঁর লড়াই, ওঁর দক্ষতা প্রমাণের জন্য কোনও মেডেলই যথেষ্ট নয়।’
The GOVERNMENT and OPPOSITION should find a way to form a consensus and either award VINESH PHOGAT the BHARAT RATNA or nominate her to a PRESIDENT -NOMINATED RS SEAT, acknowledging the extraordinary mettle she has demonstrated. This is the least we can do for her, considering…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2024
নিজের ঘটনাবহুল কেরিয়ারে দুই অলিম্পিক্সের মাঝেই অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে বিনেশকে। অনেক লড়াই, অনেক ঝড়ঝঞ্চা সামলেছেন তিনি। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে নিজের ব্যক্তিগত স্পনসরের জার্সি পড়ে ম্যাটে নামায় নির্বাসিত হতে হয়েছিল বিনেশকে। গত অগাস্টে চোটের কারণে এশিয়ান গেমসে খেলতে পারেননি তিনি। এছাড়া কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন তো রয়েইছে। এসব অতিক্রম করে প্যারিসে নতুন ইতিহাস রচনা করেছিলেন তিনি। প্রথম রাউন্ডেই হারিয়েছিলেন কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠা সুসাকিকে। তবে ফাইনাল পর্যন্ত পৌঁছেও সেই হতাশাই হাতে এল বিনেশের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে বাতিল বিনেশ, ম্যাচের কতক্ষণ আগে মাপা হয় কুস্তিগীরদের ওজন? কী বলছে নিয়ম?
আরও দেখুন