NOW READING:
‘আমি আঘাত পেয়েছি’, বিচ্ছেদ নিয়ে মেয়ের কাছে এই প্রথম মুখ খুললেন অভিষেক?
November 18, 2024

‘আমি আঘাত পেয়েছি’, বিচ্ছেদ নিয়ে মেয়ের কাছে এই প্রথম মুখ খুললেন অভিষেক?

‘আমি আঘাত পেয়েছি’, বিচ্ছেদ নিয়ে মেয়ের কাছে এই প্রথম মুখ খুললেন অভিষেক?
Listen to this article


কলকাতা: তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার শেষ নেই। অভিষেক বচ্চন (Abhishek Bacchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নাকি এক ছাদের তলায় থাকছেন না। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য্য। অন্যদিকে বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনের সঙ্গে জলসাতেই থাকছেন অভিষেক। তবে এখনও পর্যন্ত বিচ্ছেদ নিয়ে, সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খোলেননি তাঁরা। তবে এবার, এতদিন পরে কী মুখ খুললেন অভিষেক? বললেন.. তিনি আঘাত পেয়েছেন! 

ব্যাপারটা ঠিক কি? আসলে এই সংলাপ বাস্তব জীবনের নয়। একটি সিনেমার। সামনেই আসছে অভিষেক বচ্চনের নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। তা বেশ চমকে দেওয়ার মতোই। এই ছবিতে দেখা যাচ্ছে, একটি বুক খোলা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক। স্পষ্ট তাঁর ভুঁড়ি। শোনা যাচ্ছে, এই ছবিটির জন্য অনেকটাই ওজন বাড়িয়েছেন অভিষেক। সেই কারণেই তাঁকে এই লুকে পাওয়া যাচ্ছে। তবে এবার মুক্তি পেল ছবির প্রথম ঝলক। সেখানে দেখা যাচ্ছে, পর্দায় নিজের মেয়েকে অভিষেকের চরিত্র বলছে, ‘আমি আঘাত পেয়েছি’। তখন পর্দার সেই বাচ্চা মেয়েটি অভিষেককে প্রশ্ন করছে, ‘তুমি কেন আঘাত পেয়েছো? আমিও আঘাত পেয়েছি।’ ভিডিওটির ক্যাপশানে লেখা রয়েছে, ‘জীবন আঘাত দিয়েছে? কথা বলুন এবং এগিয়ে যান। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করুন।’

বাস্তবে নাকি মেয়ে আরাধ্যার সঙ্গে থাকতে পারছেন না অভিষেক। তাঁদের এই বিবাদ সদ্য স্পষ্ট হয়ে যায় অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহের সময়ে। সেই বিবাহে মা-বাবার সঙ্গে এসেছিলেন অভিষেক বচ্চন। অন্যদিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে এসেছিলেন ঐশ্বর্য্য। গোটা বিয়েবাড়িতে এক ফ্রেমে ধরা দেননি তাঁরা। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। সেই কারণেই তাঁর সংসারে ভাঙন। 

 


আরও পড়ুন: Saheb-Sushmita: সাহেব নাকি সুস্মিতার ডোরেমন আর সুপারম্যান! জন্মদিনের খোলা চিঠিতে কী প্রেমের ইস্তেহার?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও দেখুন





Source link