<p>সংখ্যাগুরু-সংখ্যালঘু (Firhad Hakim Controversy) ইস্যুতে ফিরহাদ হাকিমের বক্তব্য ঘিরে বিতর্ক চরমে। ফিরহাদের মন্তব্যে ক্ষুব্ধ দল। ইতিমধ্য়েই তীব্র বিরোধিতা করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক আক্রমণ আসছে বিরোধীদের তরফে। এবার এবিপি আনন্দ-কে নিজের মতামত জানালেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ববি হাকিমের কাছ থেকে এধরণের মন্তব্য একেবারেই আশা করা যায় না। আমি বলব, এটা অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন। যেটা তাঁর Withdraw করা উচিত। এর আগেও তিনি বলেছিলেন। তিনি সেটাকে ব্যাক্ষা করেছিলেন। তিনি আবার দুঃখপ্রকাশও করেছিলেন। কিন্তু এটার জন্য, তাঁর দুঃখপ্রকাশ করা উচিত। আমি জানি না, ববিদার কী হয়েছে ? !’ </p>
Source link
এবার সংখ্যাগুরু-সংখ্যালঘু ইস্যুতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় ফিরহাদ ! দেখুন সেই ভিডিও

+ There are no comments
Add yours