কলকাতা: সদ্য ANI -কে দেওয়া একটি সাক্ষাৎকারে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। কখনও শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), আমির খান (Amir Khan)-এর বিরুদ্ধে, কখনও আবার মহেশ ভট্ট (Mahesh Bhatt)-এর মতো তারকার বিরুদ্ধেও। সদ্য মহেশ ভট্টের বিরুদ্ধে, নীল ছবির তারকাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনার বিরুদ্ধে কথা বললেন সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijeet Bhattacharya)।
সদ্য় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মহেশ ভট্ট কাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন ভাবতে পারছেন? একজন নীল ছবির তারকাকে? এটা ভাবতে পারা যায়? নীল ছবির সবচেয়ে বড় তারকা সে…’ এই কথা বলে অভিজিৎ সানি লিওনের (Sunny Leon) কথা ইঙ্গিত করলেও, তাঁর নাম মুখে আনেননি শিল্পী। এরপরে পাকিস্তানি শিল্পীদের নিয়েও কটাক্ষ করেন অভিজিৎ। তাঁর কথায়, কোনও পাকিস্তানি শিল্পী পাকিস্তানে থেকে ভাবতে পারবেন না যে আমি এখানকার শাহরুখ খান হব। তাঁকে ভাবতে হরে যে আমি ভারতে গিয়ে শাহরুখ খান হব। কোনও ভারতীয় শিল্পী কখনও কল্পনা করবেন না যে আমি পাকিস্তানে গিয়ে মহা তারকা হব। অভিজিৎ জানান, তিনি পাকিস্তানকে গুরুত্ব দিতে চান না। সেই কারণে তিনি পাকিস্তানের নাম মুখেও আনতে চান না। পাকিস্তানে এমন কিছুই নেই, যেটার জন্য নাম করা যায়।
এখানেই শেষ নয়, বলিউডের ৩ খান, শাহরুখ, সলমন ও আমিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিজিৎ। সঙ্গীত শিল্পীর কথায়, ‘বলিউডে এক আছে অক্ষয় কুমার, যার অনুরাগীরা কেবলমাত্র ভারতীয়। আর ভারতের বাইরেও অক্ষয় কুমারের কিছু অনুরাগী রয়েছেন। তবে বলিউডে যে খানেরা রয়েছেন, তাঁদের সাম্রাজ্য অনেক বড়। ওঁদের টিআরপি আসে চোখ, নাক, কান বন্ধ করে। কেউ কিছু ভেবে ওঁদের টিআরপি দেয় না।’
এর আগে একাধিকবার বলিউডের খানেদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিজিৎ। একসময়ে শাহরুখের ছবি মানেই যেন ছিল অভিজিতের গান। তবে একটা সময়ে শাহরুখের ছবিতে গান গাওয়া বন্ধ করে দেন অভিজিৎ। শাহরুখকে খোঁচা দিয়ে অভিজিৎ বলেছেন, শাহরুখ ও তিনি যেন যমজ ভাইয়ের মতোই ছিলেন। তাঁদের দুজনের কন্ঠ ছিল একই। কিন্তু এখন অভিজিতের মনে হয়, গানগুলো আসলে শাহরুখই গেয়েছেন। শাহরুখই লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। চিত্রগ্রহণও করেছেন শাহরুখ। ছবি জুড়ে সবটাই শাহরুখ। সেখানে অভিজিৎ-এর কোনোই অবদান নেই।
আরও দেখুন