NOW READING:
Arvind Kejriwal: মুখ্যমন্ত্রিত্ব গিয়েছে তো কী! এবার সংসদের মোদীর মুখোমুখি কেজরিওয়াল
February 26, 2025

Arvind Kejriwal: মুখ্যমন্ত্রিত্ব গিয়েছে তো কী! এবার সংসদের মোদীর মুখোমুখি কেজরিওয়াল

Arvind Kejriwal: মুখ্যমন্ত্রিত্ব গিয়েছে তো কী! এবার সংসদের মোদীর মুখোমুখি কেজরিওয়াল
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লুধিয়ানা পশ্চিম আসনের উপনির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী হচ্ছেন সঞ্জীব অরোরা। ওই উপনির্বাচন জিতলে রাজ্যসভার সাংসদপদ ছাড়তে হবে সঞ্জীব অরোরাকে। ফলে ফাঁকা হয়ে যাবে রাজ্যসভার ওই আসন। আর সেই ফাঁকা আসনে যাচ্ছেন আম আদমি পার্টির কনভেনার অরবিন্দ কেজরিওয়াল। এমনই এক জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজধানীর রাজনৈতিক মহলে। লুধিয়ানার প্রার্থী হিসেবে বুধবারই সঞ্জীব  অরোরর নাম ঘোষণা করেছে আপ। মনে করা হচ্ছে পঞ্জাব থেকেই রাজ্যসভার সাংসদ হতে পারেন কেজরিওয়াল।

আরও পড়ুন- স্টিয়ারিংয়ে ছিল বাবলু! শেষরক্ষা হল না, বর্ধমানেই পুলিসের জালে…

কে এই সঞ্জীব অরোরা? পঞ্জাবের একজন প্রতিষ্ঠিত ব্যবসায় সঞ্জীব অরোরা। ২০২২ সালে তাকে রাজ্যসভায় পাঠায় আম আদমি পার্টি। ২০২২ সাল থেকে তার রাজ্যসভার মেয়াদ শুরু হয়েছে। ওই মেয়াদ শেষ হবে  ২০২৮ সালে। তিনি এবার লুধিয়ানা পশ্চিম আসন থেকে লড়াই করছেন। ওই জায়গায় জিতেছিলেন গুরপ্রিত বাসি যোগী। আচমকা তাঁর মৃত্যু হয়েছে।

ঋতেশ ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি চালান সঞ্জীব অরোরা। পরে তিনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন। সম্প্রতি নিজের কোম্পানির বদল করে করেন ঋতেশ প্রপার্টিস। চণ্ডীগড় রোডে তিনি তৈরি করেন অ্যাম্পটন বিজনেশ ক্লাব। গত অক্টোবর মাসে সঞ্জীবের বিভিন্ন ঠিকানায় হানা দেয় ইডি।

উল্লেখ্য, সদ্য সম্পত দিল্লি বিধানসভা ভোটে শোচনীয় হার হয়েছে আম আদমি পার্টির। রাজনৈতিক মহলের ধারনা, কংগ্রেসের সঙ্গে জোট না করেই ভরাডুবি হয়েছে কেজরির। তিনি ৪ হাজার ভোটে হেরেছেন বিজেপির প্রবেশ ভার্মার কাছে। ফলে রাজনৈতিক মহলের খবর,  কেজরিওয়ালের রাজনৈতিক কেরিয়ায় জোর ধাক্কা খেয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভার নির্বচনে আপ পেয়েছে মাত্র ২২ আসন। অন্যদিকে, আম আদমী পার্টি পেয়েছে ২২ আসন এবং বিজেপি পেয়েছে ৪৮ আসন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal